এডভোকেটশীপ ভাইবা ২০১৮

#ভাইভা_অভিজ্ঞতা
০৪-১১-১৮
বোড- ৪
(২ জন বিচারক এবং এড. কাজী নজিবুল্লাহ হিরু স্যার)
সালাম দিয়ে ঢুকলাম
বসতে বললেন
বিচারক- নাম কি? বললাম
বিচারক- কোথা থেকে এল.এল.বি পাস করেছো? বললাম
হিরু স্যার- সিনিয়রের নাম কি? বললাম
হিরু স্যার- কোটে প্রাক্টিস কর? বললাম করি
হিরু স্যার- CMM এর নাম কি?
(প্রথমে ভুল করে মহানগর দায়রার নাম বললাম। পরে সরি বলে ঠিক নাম বললাম।)
বিচারক- কোন সাইডে প্রাক্টিস করার ইচ্ছা আছে?
(আমি সিভিল বলেছি)
বিচারক- কয়েকটা সিভিল আইনের নাম বলেন।
(CPC, SR, SAT Act আর MFLO- Muslim Family Law Ordinance)
বিচারক- Ordinance কি? বললাম প্রেসিডেন্ট এর ওডার
বিচারক- President কি Ordinance এ সাক্ষর করেন?
(বললাম করেন)
বিচারক- কখন Ordinance দেওয়া হয়?
(গুছিয়ে বললাম)
বিচারক- (সার্টিফিকেট গুলি ফিরিয়ে দিয়ে) আপনি আসতে পারেন।
বিঃ দ্রঃ *কেস ডায়েরী খুলে দেখে নাই। তবে অন্য বোডে দেখেছে।
*আমাদের বোডে বেশিরকাগ পরিক্ষার্থীর নাম আর সিনিয়ের নাম জিজ্ঞাসা করে ছেড়ে দিয়েছে।
*১ তারিখ থেকে ৫ তারিখ পর্যন্ত ভাইভা বোডে যে বেঞ্চ (৩ জন) আছে তারা একই থাকবে। কিন্ত ভিন্ন ভিন্ন বোডে বসছে। যারা মনে করছেন যে আজ ৪ নং বোডে যারা ছিল তারা আগামীকালও সেই বোডে থাকবেন, তারা ভুল ভাবছেন।
সর্বপরি ভাইভা অভিজ্ঞতা ভালই ছিলো  বাকি টা আল্লাহর ইচ্ছা।
বোর্ড ৬,, ০৪.১১.১৮
বিচারপতি রইসুদ্দীন, বিচারপতি মোস্তফা জামান ইসলাম, এ্যাড. মোখলেসুর রহমান বাদল।
১.বিশ্ববিদ্যালয়ের নাম.
২. ক্লাশ দিনে না রাতে করেছেন?
৩. বারের নাম বলেন?
৪. আপনি কি মাদ্রাসা থেকে দাখিল পাশ করেছেন?
৫.আপনার মাদ্রাসার নাম বলেন?
৬. হাইকোর্টের একজন বিচারপতির নাম বলেন যার বাড়ী চাঁপাইনবাবগঞ্জ?
৭. আপনার সিনিয়রের নাম কি?
৮.তিনি কোন সাইডে প্রাকটিস করেন?
৯. আপনার বারের সবচেয়ে বয়স্ক আইনজীবীর নাম কি?
১০.ইসলামে চারজন খলিফার নাম কি?
১১. কোরআন সংকলন কে করেছেন?
১২. আপনি কোন সাইডে প্রাকটিস করবেন?
১৩. সার্টিফিকেট চেক করেছে। কেস ডায়রীতে প্রায় পৃষ্ঠাতে দাগ দিয়ে শেষে স্বাক্ষর দিয়েছেন।
১৪. সর্বশেষ বোর্ড চেয়ারম্যান মাননীয় বিচারপতি বললেন আপনি তো এ্যাডভোকেট হয়ে গেছেন। এই কথাটাই আমাকে ভাবাচ্ছে সিস্টেমে আমাকে বাঁশ দিবে নাতো?
১৫. আপনি যেতে পারেন।
আলহামদুলিল্লাহ সব গুলোর উত্তর দিয়েছি। আল্লাহ ভরসা।
03/11/3018
My viva experience - board no-3
Apnar nam ki?
Senior ke?
Uni kon side e practice koren?
Court e regular jan?
Kon University theke LLB LLM korechen?
Apnar dept er dean er nam bolen.
Homocide kake bole?
" cide" ai word ta diye aro 2 ta English word bolen- ans- suicide,  pesticide
Homicide and culpable homocide er difference ki?
Culpable homocide er 2 ta elements bolen.
Apni akhon ashte paren............

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.