বিজেএস ভাইবা প্রস্তুতি:
১২তম জুডিসিয়ারির লিখিত পরীক্ষায় উত্তীর্ণদের অভিনন্দন এবং প্রার্থনা- সফলতার পূর্ণতা আসুক...
যাদের আসেনি, আগামীবারের জন্য আপনারাই সেরা হয়ে ফিরবেন.....
মনে রাখবেন- Hardwork always pays the debt...
ভাইবা প্রস্তুতি নিয়ে অনেকেই জানতে চেয়েছেন, কিন্তু আমার জ্ঞানের পরিধি খুব সীমিত। তবুও আমার যা অভিজ্ঞতা, আমি সেটার উপর ভিত্তি করে কিছু কথা জানাতে চেষ্টা করছি-
১. কিভাবে প্রস্তুতি নিতে হবে?
*** কিভাবে প্রস্তুতি নিবেন-সেটা ব্যাখ্যাতীত প্রশ্ন। আমার কাছে ভাইবা জিনিসটা হচ্ছে মেধা-৫০%, আর ভাগ্য-৫০%। প্রস্তুতি নতুন বা বাড়তি কিছুর দরকার আছে বলে মনে হয় না। পুরাতন যেসব পড়ছেন ও জানেন, সেটাই আরেকটু বেশি করে ঝালাই করেন......
নিজের আত্মবিশ্বাসটাকে সর্বোচ্চ করুন ও কাজে লাগান।
২. কি কি পড়তে হবে?
*** আপনি বিজেএস প্রিলি ও রিটেনের জন্য যে সিলেবাসটা পড়ছেন, সেটাই কাভার করবেন। প্রায় সব আইনই পড়ার চেষ্টা করবেন। কোথায় থেকে কোশ্চেন করে, তার হিসেব নেই। তবে সব আইনের, সব কিছুই পড়বেন না। বেসিক ও গুরুত্বপূর্ণ দেখে পড়বেন। সবকিছু পড়তে গিয়ে জগাখিচুড়ি করে ফেলবেন না।
সিপিসি, সিআরপিসি,পেনাল, এভিডেন্স,কন্সটিটিউশন- এই ৫টা থেকে প্রত্যেকজন কোশ্চেন পাবেনই। সো, এগুলো ফরজ, ফরজ এন্ড ফরজ। মুসলিম আইনের উত্তারাধিকার এর অংশ ও ডকট্রিনগুলো, সম্পত্তি হস্তান্তর, চুক্তি আইন, রেজিস্ট্রেশন আইনের গুরুত্বপূর্ণ ধারা।
এরপর-
*সুনির্দিষ্ট প্রতিকার আইন(কি কি মামলা হয়, প্রতিকারগুলো, নিষেধাজ্ঞা),
*SAT Act (৯৬ ধারা, ট্রাইব্যুনাল ও ক্ষমতা, ক্ষতিয়ান কোনটা কি ও কখন হয়),
*NAT Act(২৪ ধারা)
*লিমিটেশন(গুরুত্বপূর্ণ মামলাগুলো সময়সীমা, দেওয়ানী ও ফৌজদারীর আপীল ও রিভিশনের সময়সীমা)
*কোর্ট ফি(গুরুত্বপূর্ণ কিছু মামলাগুলোর কোর্ট ফি কত, কোর্ট ফি কত ধরনের)
* স্মল কজেস কোর্টস এ্যাক্ট( এখতিয়ার ও বিচার কোথায় হবে)
* সিভিল কোর্টস এ্যাক্ট(কোর্টগুলোর ক্ষমতা, আপীল)
*স্পেশাল পাওয়ার এ্যাক্ট(শাস্তিগুলো, ট্রাইব্যুনাল, জামিন ধারা)
*দুর্নীতি দমন আইন( শাস্তুি, তদন্ত, সাথে ফাঁদ মামলা সম্পর্কে জেনে যাবেন এবং সরকারি কর্মকর্তাকে গ্রেফতার করার নিয়ম কি),
*যৌতুক নিরোধ আইন(যৌতুকের শাস্তি, সাম্প্রতিক সংশোধনী)
*ফ্যামিলি কোর্টস অরডিন্যান্স(এখতিয়ার,এডিআর সংক্রান্ত ধারা, কোর্ট ফি, শাস্তি ও ক্ষমতা, আপীল)
*মুসলিম ফ্যামিলি ল অর্ডিন্যান্স(৪ধারা ও তালাক)
*মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন(ট্রাইব্যুনাল, মাদকের শাস্তি, ইয়াবা কি, শাস্তি কি হবে আর সাম্প্রতিক সংশোধনী),
*নারী ও শিশু নির্যাতন দমন আইন(শাস্তির ধারা,তদন্ত,২২ধারা, ট্রাইব্যুনাল)
*আইসিটি এ্যাক্ট( তদন্ত, ট্রাইব্যুনাল, শাস্তি, তদন্ত কে করতে পারে, আপীল- সাথে ডিজিটাল সিকিউরিটি এ্যাক্টের ১৯ধারা),
*N.I Act(১৩৮-১৪১ধারা)
* অস্ত্র আইন- শাস্তি, মৃত্যুদণ্ড কোথায় আছে, বিচার কোথায় হবে)
* আইন শৃঙ্খলা বিঘ্নকারী অপরাধ আইন(শাস্তি, বিচার কোথায় হবে)
* বাড়ি ভাড়া নিয়ন্ত্রণ আইন(অতিরিক্ত বাড়ি ভাড়ার শাস্তি,বিচার কোথায় হয়)
*শিশু আইন-(শিশু কে,শিশু আদালত, বিচারক কে, গ্রেপ্তার কখন করা যায়, অপরাধ সংঘটনের সাজা কি, শিশুকে দিয়ে অস্ত্র বহনের শাস্তি)
*পরিবেশ সংরক্ষন আইন-(ইকোলজিক্যাল ক্রিটিক্যাল এরিয়া ও শাস্তি, জাহাজভাঙ্গার দূষণের শাস্তি, পাহাড় কাটার শাস্তি,পরিবেশগত ছাড়পত্র)
*পরিবেশ আদালত আইন(আদালতের ধরন ও ক্ষমতা, আপীল, আদালত ও ম্যাজিস্ট্রেট কি কি অস্থায়ী আদেশ দিতে পারে)
* অর্থ ঋণ আদালত- (এখতিয়ার, লিখিত জবাবের সময়সীমা, এডিআর, জারীর মামলা করার সময়সীমা, আপীল, রিভিশন, যুক্তিতর্কের বিশেষ বিধান)
যাদের আসেনি, আগামীবারের জন্য আপনারাই সেরা হয়ে ফিরবেন.....
মনে রাখবেন- Hardwork always pays the debt...
ভাইবা প্রস্তুতি নিয়ে অনেকেই জানতে চেয়েছেন, কিন্তু আমার জ্ঞানের পরিধি খুব সীমিত। তবুও আমার যা অভিজ্ঞতা, আমি সেটার উপর ভিত্তি করে কিছু কথা জানাতে চেষ্টা করছি-
১. কিভাবে প্রস্তুতি নিতে হবে?
*** কিভাবে প্রস্তুতি নিবেন-সেটা ব্যাখ্যাতীত প্রশ্ন। আমার কাছে ভাইবা জিনিসটা হচ্ছে মেধা-৫০%, আর ভাগ্য-৫০%। প্রস্তুতি নতুন বা বাড়তি কিছুর দরকার আছে বলে মনে হয় না। পুরাতন যেসব পড়ছেন ও জানেন, সেটাই আরেকটু বেশি করে ঝালাই করেন......
নিজের আত্মবিশ্বাসটাকে সর্বোচ্চ করুন ও কাজে লাগান।
২. কি কি পড়তে হবে?
*** আপনি বিজেএস প্রিলি ও রিটেনের জন্য যে সিলেবাসটা পড়ছেন, সেটাই কাভার করবেন। প্রায় সব আইনই পড়ার চেষ্টা করবেন। কোথায় থেকে কোশ্চেন করে, তার হিসেব নেই। তবে সব আইনের, সব কিছুই পড়বেন না। বেসিক ও গুরুত্বপূর্ণ দেখে পড়বেন। সবকিছু পড়তে গিয়ে জগাখিচুড়ি করে ফেলবেন না।
সিপিসি, সিআরপিসি,পেনাল, এভিডেন্স,কন্সটিটিউশন- এই ৫টা থেকে প্রত্যেকজন কোশ্চেন পাবেনই। সো, এগুলো ফরজ, ফরজ এন্ড ফরজ। মুসলিম আইনের উত্তারাধিকার এর অংশ ও ডকট্রিনগুলো, সম্পত্তি হস্তান্তর, চুক্তি আইন, রেজিস্ট্রেশন আইনের গুরুত্বপূর্ণ ধারা।
এরপর-
*সুনির্দিষ্ট প্রতিকার আইন(কি কি মামলা হয়, প্রতিকারগুলো, নিষেধাজ্ঞা),
*SAT Act (৯৬ ধারা, ট্রাইব্যুনাল ও ক্ষমতা, ক্ষতিয়ান কোনটা কি ও কখন হয়),
*NAT Act(২৪ ধারা)
*লিমিটেশন(গুরুত্বপূর্ণ মামলাগুলো সময়সীমা, দেওয়ানী ও ফৌজদারীর আপীল ও রিভিশনের সময়সীমা)
*কোর্ট ফি(গুরুত্বপূর্ণ কিছু মামলাগুলোর কোর্ট ফি কত, কোর্ট ফি কত ধরনের)
* স্মল কজেস কোর্টস এ্যাক্ট( এখতিয়ার ও বিচার কোথায় হবে)
* সিভিল কোর্টস এ্যাক্ট(কোর্টগুলোর ক্ষমতা, আপীল)
*স্পেশাল পাওয়ার এ্যাক্ট(শাস্তিগুলো, ট্রাইব্যুনাল, জামিন ধারা)
*দুর্নীতি দমন আইন( শাস্তুি, তদন্ত, সাথে ফাঁদ মামলা সম্পর্কে জেনে যাবেন এবং সরকারি কর্মকর্তাকে গ্রেফতার করার নিয়ম কি),
*যৌতুক নিরোধ আইন(যৌতুকের শাস্তি, সাম্প্রতিক সংশোধনী)
*ফ্যামিলি কোর্টস অরডিন্যান্স(এখতিয়ার,এডিআর সংক্রান্ত ধারা, কোর্ট ফি, শাস্তি ও ক্ষমতা, আপীল)
*মুসলিম ফ্যামিলি ল অর্ডিন্যান্স(৪ধারা ও তালাক)
*মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন(ট্রাইব্যুনাল, মাদকের শাস্তি, ইয়াবা কি, শাস্তি কি হবে আর সাম্প্রতিক সংশোধনী),
*নারী ও শিশু নির্যাতন দমন আইন(শাস্তির ধারা,তদন্ত,২২ধারা, ট্রাইব্যুনাল)
*আইসিটি এ্যাক্ট( তদন্ত, ট্রাইব্যুনাল, শাস্তি, তদন্ত কে করতে পারে, আপীল- সাথে ডিজিটাল সিকিউরিটি এ্যাক্টের ১৯ধারা),
*N.I Act(১৩৮-১৪১ধারা)
* অস্ত্র আইন- শাস্তি, মৃত্যুদণ্ড কোথায় আছে, বিচার কোথায় হবে)
* আইন শৃঙ্খলা বিঘ্নকারী অপরাধ আইন(শাস্তি, বিচার কোথায় হবে)
* বাড়ি ভাড়া নিয়ন্ত্রণ আইন(অতিরিক্ত বাড়ি ভাড়ার শাস্তি,বিচার কোথায় হয়)
*শিশু আইন-(শিশু কে,শিশু আদালত, বিচারক কে, গ্রেপ্তার কখন করা যায়, অপরাধ সংঘটনের সাজা কি, শিশুকে দিয়ে অস্ত্র বহনের শাস্তি)
*পরিবেশ সংরক্ষন আইন-(ইকোলজিক্যাল ক্রিটিক্যাল এরিয়া ও শাস্তি, জাহাজভাঙ্গার দূষণের শাস্তি, পাহাড় কাটার শাস্তি,পরিবেশগত ছাড়পত্র)
*পরিবেশ আদালত আইন(আদালতের ধরন ও ক্ষমতা, আপীল, আদালত ও ম্যাজিস্ট্রেট কি কি অস্থায়ী আদেশ দিতে পারে)
* অর্থ ঋণ আদালত- (এখতিয়ার, লিখিত জবাবের সময়সীমা, এডিআর, জারীর মামলা করার সময়সীমা, আপীল, রিভিশন, যুক্তিতর্কের বিশেষ বিধান)
ব্রাকেটের ভিতরের টপিকসগুলো একটু বেশি জোর দিবেন। উপরেরগুলো শেষে- অন্যান্যগুলো দেখবেন।
আবার বলছি সব পড়ার সময় পাবেন না, হিসেব করে বেসিক ও গুরুত্বপূর্ণগুলো পড়ুন।
আবার বলছি সব পড়ার সময় পাবেন না, হিসেব করে বেসিক ও গুরুত্বপূর্ণগুলো পড়ুন।
** সাধারন জ্ঞান- বঙ্গবন্ধু ও বঙ্গবন্ধু হত্যা মামলা ও এর বিচারক কে; বিভিন্ন বিখ্যাত ব্যক্তির লেখা গ্রন্থ ও জীবনীগ্রন্থ; রবীন্দ্রনাথ ও নজরুল; বাংলাদের ইতিহাসের তাৎপর্যপূর্ণ ঘটনা, আগরতলা ষড়যন্ত্র মামলা ও এর বিচারক ও আইনজীবি কারা, মুক্তিযুদ্ধের ঘটনাচক্র, সেক্টর, কূটনীতি ও মুক্তিযুদ্ধভিত্তিক সাহিত্য; আমেরিকা, ব্রিটেন ও ভারতের গুরুত্বপূর্ণ সাংবিধানিক ঘটনা; বিশ্বের বিভিন্ন বিপ্লব ও বিভিন্ন গুরুত্বপূর্ণ যুদ্ধ; বিভিন্ন বিখ্যাত ব্যক্তিদের বাড়ি বাংলাদেশের কোন জেলায়- যেমন- অমর্ত্য সেন, সত্যজিৎ, সুচিত্রা সেন ইত্যাদি। আন্তর্জাতিক বিভিন্ন আদালত, ট্রাইব্যুনাল, বিশ্বযুদ্ধের যুদ্ধাপরাধ সংক্রান্ত ট্রাইব্যুনাল ইত্যাদি। নিজ জেলা ও জেলার বিখ্যাত ব্যক্তি ও বিষয়। ঢাকা ও চট্টগ্রামের(যারা চট্টগ্রামের) ইতিহাস। রোহিঙ্গা ও শরনার্থী বিষয়ক সংগঠন ও কনভেনশন ও প্রটোকল। নিজের নামে কোন বিখ্যাত ব্যক্তি আছে কিনা ও পরীক্ষার তারিখে বিখ্যাত ঘটনা। সাম্প্রতিক গুরুত্বপূর্ণ বিষয়াবলী।
৩. ভাইবা বোর্ডের চাওয়া কি হতে পারে?
*** ভাইবা বোর্ড এটিকেট-ম্যানার থেকে শুরু করে অনেক কিছু চাইতে পারে। তবে প্রশ্নের উত্তরের ক্ষেত্রে আমার মনে হয়েছে- তারা চান, স্পেসিফিক উত্তর এবং বেসিক জিনিসগুলো যেন ভুল না করি।
বেসিক বলতে যেমন- আপীল, রিভিশন, কোন কোর্টে মামলা হবে, কমন কিছু শাস্তি, কমন কিছু ধারা/বিধি, মুক্তিযুদ্ধ বা ইতিহাস বা বিভিন্ন সাহিত্যকর্ম নিয়ে কমন কিছু প্রশ্ন -এসব.....
৪. সব কোশ্চেনের উত্তর করতে হবে?
*** সব প্রশ্নের দিতে পারছে, এরকম কারো ব্যাপারে শুনিনি। স্যাররাও এত আশা করেন না যে- প্রার্থী সব কোশ্চেন পারবে। দেখা যায়- অনেক ভাল ভাইবা দিয়েও জাজ হয়নি; আবার তেমন কিছু পারেনি সে কিন্তু জাজ হয়ে গেছে। তবে, বেসিক বিষয় নিয়ে করা প্রশ্নগুলো যেন ভুল না হয়।
৫. প্রশ্নের উত্তর না জানলে কি করবেন?
*** কোন প্রশ্নের উত্তর না পারলে, সরাসরি সরি বলে দিবেন। কিন্তু, প্রশ্ন বা উত্তর নিয়ে প্যাঁচাবেন না। আর, কখনো ওনাদের ভুল ধরতে যাবেন না। পান্ডিত্য জাহির করলে, আপনি শেষ...
*** ভাইবা বোর্ড এটিকেট-ম্যানার থেকে শুরু করে অনেক কিছু চাইতে পারে। তবে প্রশ্নের উত্তরের ক্ষেত্রে আমার মনে হয়েছে- তারা চান, স্পেসিফিক উত্তর এবং বেসিক জিনিসগুলো যেন ভুল না করি।
বেসিক বলতে যেমন- আপীল, রিভিশন, কোন কোর্টে মামলা হবে, কমন কিছু শাস্তি, কমন কিছু ধারা/বিধি, মুক্তিযুদ্ধ বা ইতিহাস বা বিভিন্ন সাহিত্যকর্ম নিয়ে কমন কিছু প্রশ্ন -এসব.....
৪. সব কোশ্চেনের উত্তর করতে হবে?
*** সব প্রশ্নের দিতে পারছে, এরকম কারো ব্যাপারে শুনিনি। স্যাররাও এত আশা করেন না যে- প্রার্থী সব কোশ্চেন পারবে। দেখা যায়- অনেক ভাল ভাইবা দিয়েও জাজ হয়নি; আবার তেমন কিছু পারেনি সে কিন্তু জাজ হয়ে গেছে। তবে, বেসিক বিষয় নিয়ে করা প্রশ্নগুলো যেন ভুল না হয়।
৫. প্রশ্নের উত্তর না জানলে কি করবেন?
*** কোন প্রশ্নের উত্তর না পারলে, সরাসরি সরি বলে দিবেন। কিন্তু, প্রশ্ন বা উত্তর নিয়ে প্যাঁচাবেন না। আর, কখনো ওনাদের ভুল ধরতে যাবেন না। পান্ডিত্য জাহির করলে, আপনি শেষ...
পরিশেষে বলবো, নিজের উপর আত্মবিশ্বাস রাখুন। জয়টা আপনারই হবে।
আপনাদের পদচারণায় আলোকিত হবে বিচারাঙ্গন....
আপনাদের পদচারণায় আলোকিত হবে বিচারাঙ্গন....
নিরন্তর শুভ কামনা ও প্রার্থনা...
Real Viva 10/02/2019
Serial no- 12 Time: 7:55pm- 8:15pm
Serial no- 12 Time: 7:55pm- 8:15pm
প্রশ্ন:
১। দেনমোহর কি? দেনমোহর কি দিতেই হবে? দেনমোহর কিভাবে নির্ধারণ করা হয়?
২। এ পি জে আবুল কালাম কে ছিলেন? উনার ২টি উক্তি বলুন। উনার কয় ছেলে মেয়ে? উনি কোথায় মৃত্যু বরন করেন?
৩। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর ছেলেমেয়ে কয়জন?
৪। ধরুন কোন সম্পদ যেমন ট্রাক বাস seized করা হল, মালিক আদালতে এসে তার জিম্মায় ফেরত দেওয়ার আবেদন করলে, কোন বিধান মতে তা দেয়া যাবে?
৫। সেকশন ৩৫ক ফৌজদারি কার্যবিধিতে কি বলা আছে?
৬। Article
26 of the Constitution কি বলা আছে?
৭। রেড স্কয়ার কোথায়? টফেল স্কয়ার (কখনো শুনি নি বা জানা নেই) কোথায়?
৮। আরজি খারিজ ও আরজি ফেরত, কোথায় আছে? কোন কোন ground এ এটা করা যায়?
৯। আদালতের কাজে বাধা দিলে আদালত কি ব্যবস্থা নিতে পারেন? কোন আইনের কোন কোন ধারায় বলা আছে?
১০। অধ্যাপক ড. আনিসুজ্জামান ভারত থেকে কোন পুরস্কারে ভূষিত হন?
১১। Custom কি? এটা কখন আইনে পরিণত হয়? কোন দেশে Custom বেশি মেনে চলে এবং কেন ?
এছাড়াও বিভিন্ন একাডেমিক ও ব্যক্তিগত কথা ও প্রশ্ন,,,,,
ধন্যবাদ।
Real viva :10/02/2019 Time : 1.35 p.m. to 2.02
Serial :14 or15 (confirm na)
Board members: 4.
Formalities maintain kore probesh korlam
Chairman sir : introduce yourself? Abid saheber bari kothai? Accha bolun to khun soho dakatir provision ache eta penal law er koto number section e ache? Jara khun kore ni tader k ki section-34 dara ovijukto kora jabe? (Amar answer sesh e) ok fine bujhlam..section -109,149 e jukto kora jabe...bolun section -34 e para jabe kina? Er por post master k khun korar mamla ta somporke bolte bollen...then anti corruption act 1947 porechi kina ask korlen? Then ask korlen redemption ki? Eta kothai ache? Bistarito bolun? Accha apni to may be onno kono job ba kichu koren mone hocche...(amar documents check korte korte bollen)..ami jokhon bollam tuition kori job kori na.....then sir bollen...tuition kore to onek taka kaman judiciary keno aste chacchen? Accha kon subject poran? Accha english keno poran?apni ki english er student?Er por bollen small cause court er decree er biruddhe kono appeal kora jai kina? Revision kothai dayer kora jai? (Onek pechailen...)... Er por ki ek prosonge bollen..vaire.. Ain exact bolte hoi..na parle pause dewa valo...er por ask korlen..anti corruption ain commission act 2004 porechi kina? Er tofsil vukto oporadh sobgulo bolte bollen..(ami jokhon details bolte laglam..member ra milacchilen..and matha nere bujhailen right hoieche)...then Rahmatullah sir (may be) k ask korlen kichu ask korben kina!
Serial :14 or15 (confirm na)
Board members: 4.
Formalities maintain kore probesh korlam
Chairman sir : introduce yourself? Abid saheber bari kothai? Accha bolun to khun soho dakatir provision ache eta penal law er koto number section e ache? Jara khun kore ni tader k ki section-34 dara ovijukto kora jabe? (Amar answer sesh e) ok fine bujhlam..section -109,149 e jukto kora jabe...bolun section -34 e para jabe kina? Er por post master k khun korar mamla ta somporke bolte bollen...then anti corruption act 1947 porechi kina ask korlen? Then ask korlen redemption ki? Eta kothai ache? Bistarito bolun? Accha apni to may be onno kono job ba kichu koren mone hocche...(amar documents check korte korte bollen)..ami jokhon bollam tuition kori job kori na.....then sir bollen...tuition kore to onek taka kaman judiciary keno aste chacchen? Accha kon subject poran? Accha english keno poran?apni ki english er student?Er por bollen small cause court er decree er biruddhe kono appeal kora jai kina? Revision kothai dayer kora jai? (Onek pechailen...)... Er por ki ek prosonge bollen..vaire.. Ain exact bolte hoi..na parle pause dewa valo...er por ask korlen..anti corruption ain commission act 2004 porechi kina? Er tofsil vukto oporadh sobgulo bolte bollen..(ami jokhon details bolte laglam..member ra milacchilen..and matha nere bujhailen right hoieche)...then Rahmatullah sir (may be) k ask korlen kichu ask korben kina!
Rahmatullah sir : abid saheb apni bollen apni english paren bole
mone koren bidhai english poran... Ok fine...apni introduce yourself question
er bangla answer dilen keno? (Ami bekkha dilam..bekkhai sir sontushtu holen)
accha bolun to ami english valo pari translate korun? Eta niye sir r o kotha
bollen? Kidnapping and abduction er penal section gulo bolen? Eta niye ekta ain
ache oita bolun? Penal law er section 362 te ki bola ache bolun? Constitution e
Appellate division er ekthiar somporkito article ta bolun? R Ki ki article
ache? Chairman sir majhkane interfere korlen..
Chairman sir : accha...nari shishu nirjaton domon ain 2000 e direct death penaltyr provision ta bolun?...ami answer dile bollen good..ebar rahmatullah sir interfere korlen...
Rahmatullah sir : family court ordinance er decree jarir section ta bolun? (R o kichu bollen mone nai.amar bari keno bikkhato..eta niye amar 7e hasimukhe onek kothai bollen..)
..
Er por chairman sir documents check korte korte r ek member ask korlen kichu ask korben kina?
Member: abid saheb interpleader suit ki? E sompork kothai ache? (Sontushtu holen).
Poroborti member: mamlar khoroch chara r ki karone e plaintiff e ekhtre mamla koren? (Ami sorry sir bole pass kore dilam)..er por accha quasi contract ki? Details..er por culpable homicide not amounting to murder r murder er difference ask korlen?.
Er por ager member ask korlen: robi gurur bangladesh e duto priyo sthan ache bolte parben?(ami sorry sir bollam)...
Chairmain sir : nazrul er ta parben? (Ami bollam sorry sir).
Chairman sir hasi mukhe valo thakben syed saheb...ami o bollam apnaraw valo thakben sir
...assalamualikum...
Chairman sir : accha...nari shishu nirjaton domon ain 2000 e direct death penaltyr provision ta bolun?...ami answer dile bollen good..ebar rahmatullah sir interfere korlen...
Rahmatullah sir : family court ordinance er decree jarir section ta bolun? (R o kichu bollen mone nai.amar bari keno bikkhato..eta niye amar 7e hasimukhe onek kothai bollen..)
..
Er por chairman sir documents check korte korte r ek member ask korlen kichu ask korben kina?
Member: abid saheb interpleader suit ki? E sompork kothai ache? (Sontushtu holen).
Poroborti member: mamlar khoroch chara r ki karone e plaintiff e ekhtre mamla koren? (Ami sorry sir bole pass kore dilam)..er por accha quasi contract ki? Details..er por culpable homicide not amounting to murder r murder er difference ask korlen?.
Er por ager member ask korlen: robi gurur bangladesh e duto priyo sthan ache bolte parben?(ami sorry sir bollam)...
Chairmain sir : nazrul er ta parben? (Ami bollam sorry sir).
Chairman sir hasi mukhe valo thakben syed saheb...ami o bollam apnaraw valo thakben sir
...assalamualikum...
*Real Viva 07/02/19
১.প্রশ্ন:মা গো ভাবনা কেন গানটির গীতিকার ও সুরকার এর নাম জানতে চাওয়া হল।
২.প্রশ্ন:একাত্তরের মা জননী কোথায়....গানটির সুরকার গীতিকার এর নাম।
৩.প্রশ্ন:MoA কি??
৪.প্রশ্ন:mobile court ain koto saler, Last kobe amendmend hoy?? Amendmend r subject matter ki? Executive magistrate ra kon kon offence r bichar korte pare??
৫.প্রশ্ন:পরিবেশ সংরক্ষণ বিধিমালা নীতি তৈরির পটভূমি কি??? এই বিধিমালা কেন করা হয়েছে???
৬.What is constitution? and its important characteristis.তারপর আবার একটি unique characteristics বলতে বললেন। Whats the nature of the constution of bangladesh?? আমি এই nature সমর্থন করি কিনা জিজ্ঞেস করলেন। Article 7Bতে কি আছে হুবুহু বলতে বললেন। এই article টি কোন doctrine niye deal.kore?? তারপর বাংলাদেশের perspective a constitution kmn হওয়া উচিত বলতে বললেন।
৭.প্রশ্ন:A court of small causes ki niye deal kore?? Revision koty korte hobe??
৮.প্রশ্ন:Negotiabole Instrument kake bole??? NI কত প্রকার? প্রত্যেকটির ব্যাখ্যা চাইলেন। এর আপিল কোথায় করতে হয়??
৯.প্রশ্ন:What is hurt and what is grevious hurt with section elaborate korte bollen.
** নিজ জেলা সম্পর্কে শুরুতে ৪/৫ টি প্রশ্ন জিজ্ঞস করেছিলেন। আর নিজ পরিবার সম্পর্কে কয়েকটি প্রশ্ন****
১.প্রশ্ন:মা গো ভাবনা কেন গানটির গীতিকার ও সুরকার এর নাম জানতে চাওয়া হল।
২.প্রশ্ন:একাত্তরের মা জননী কোথায়....গানটির সুরকার গীতিকার এর নাম।
৩.প্রশ্ন:MoA কি??
৪.প্রশ্ন:mobile court ain koto saler, Last kobe amendmend hoy?? Amendmend r subject matter ki? Executive magistrate ra kon kon offence r bichar korte pare??
৫.প্রশ্ন:পরিবেশ সংরক্ষণ বিধিমালা নীতি তৈরির পটভূমি কি??? এই বিধিমালা কেন করা হয়েছে???
৬.What is constitution? and its important characteristis.তারপর আবার একটি unique characteristics বলতে বললেন। Whats the nature of the constution of bangladesh?? আমি এই nature সমর্থন করি কিনা জিজ্ঞেস করলেন। Article 7Bতে কি আছে হুবুহু বলতে বললেন। এই article টি কোন doctrine niye deal.kore?? তারপর বাংলাদেশের perspective a constitution kmn হওয়া উচিত বলতে বললেন।
৭.প্রশ্ন:A court of small causes ki niye deal kore?? Revision koty korte hobe??
৮.প্রশ্ন:Negotiabole Instrument kake bole??? NI কত প্রকার? প্রত্যেকটির ব্যাখ্যা চাইলেন। এর আপিল কোথায় করতে হয়??
৯.প্রশ্ন:What is hurt and what is grevious hurt with section elaborate korte bollen.
** নিজ জেলা সম্পর্কে শুরুতে ৪/৫ টি প্রশ্ন জিজ্ঞস করেছিলেন। আর নিজ পরিবার সম্পর্কে কয়েকটি প্রশ্ন****
আজ আমাকে জিজ্ঞেস করা প্রশ্ন।
১.কাংগালি হরিনাথ নাম শুনেছি কিনা??
২.উদাসীন পথিকের মনের কথা কি জিনিস??
৩.মীর মশাররফ হোসেনের কি লিখা পড়েছি?
৪.ইমাম হাসান কে হত্যার পর হত্যাকারী কি বলে চিল্লিয়ে ছিল?
৫.আপীল, রিভিউ, রিভিসন, রেফারেন্স কি?
৬.এদের মধ্যে মিল আর অমিল কোথায়?
৭.আপনি আপিল আদালত হলে আপনার কাছে কেউ নিষেধাজ্ঞা চাইলে আপনি আবেদন খারিজ করে দিলেন এখন এই খারিজ এর প্রতিকার কি ??
৮.ব্যাসিক স্যট্রাক্সার কি??কোথায় আছে?
৯.ডক্ট্রিন অফ সাইফ্রাস কি?
১০.সংবিধানে কি সেডিসন রিলেটেড কিছু আছে?
১১অনুচ্ছেদ ৬(২) কি আছে?
১২.বাশের কেল্লা কি ছিল?তিতুমির এর আসল নাম কি?
১৩.মাদার বক্স কে? কেন বিখ্যাত?
১.কাংগালি হরিনাথ নাম শুনেছি কিনা??
২.উদাসীন পথিকের মনের কথা কি জিনিস??
৩.মীর মশাররফ হোসেনের কি লিখা পড়েছি?
৪.ইমাম হাসান কে হত্যার পর হত্যাকারী কি বলে চিল্লিয়ে ছিল?
৫.আপীল, রিভিউ, রিভিসন, রেফারেন্স কি?
৬.এদের মধ্যে মিল আর অমিল কোথায়?
৭.আপনি আপিল আদালত হলে আপনার কাছে কেউ নিষেধাজ্ঞা চাইলে আপনি আবেদন খারিজ করে দিলেন এখন এই খারিজ এর প্রতিকার কি ??
৮.ব্যাসিক স্যট্রাক্সার কি??কোথায় আছে?
৯.ডক্ট্রিন অফ সাইফ্রাস কি?
১০.সংবিধানে কি সেডিসন রিলেটেড কিছু আছে?
১১অনুচ্ছেদ ৬(২) কি আছে?
১২.বাশের কেল্লা কি ছিল?তিতুমির এর আসল নাম কি?
১৩.মাদার বক্স কে? কেন বিখ্যাত?
Q:স্বাধীনতাযুদ্ধ শেষে পাকবাহিনী আত্মসমর্পনের দলিলে কেন ভারতের অরোরা আর পাকিস্তানি নিয়াজির স্বাক্ষর? বাঙ্গালী কেউ কেন স্বাক্ষর করলেন না?
উ: জেনারেল ইয়াহিয়া জেনারেল মানেকশ’র নিকট একটি আবেদনে জানিয়েছিলেন যে,
"পাকবাহিনী আত্মসমর্পনে প্রস্তুত তবে তাদের শুধু একটি প্রার্থনা যে আত্মসমর্পন গ্রহন করবে ভারতীয় সেনানায়কেরা । কারণ ভারত জেনেভা কনভেনশন দ্বারা নিয়ন্ত্রিত । বাংলাদেশ যেহেতু জেনেভা কনভেনশনে সই করেনি তাই বাংলাদেশের জেনেরেলের নিকট আত্মসমর্পন করা সম্ভব নয় ।কারণ মুক্তিবাহিনী যদি প্রতিশোধমূলক হত্যা চালায় তবে আন্তর্জাতিক আইন বা জেনেভা কনভেনশন তাদের রক্ষা করতে পারবে না ।" . পাকিস্তানীরা কেনো মুক্তিবাহিনীর কাছে আত্মসমর্পণ করেনি এটার ব্যাখ্যা দিয়েছেন জেনারেল ওসমানী। ব্যাপারটা এমন যে যুদ্ধবন্দীদের ব্যাপারে আন্তর্জাতিক নীতিমালা আছে যার নাম 'জেনেভা কনভেনশন'। বাংলাদেশ এই কনভেনশনে স্বাক্ষরকারী দেশ নয় বলেই সেই নীতিমালা মানতে মুক্তিবাহিনী বাধ্য ছিলো না। তাই তাদের হত্যা করলে বা তাদের উপর অত্যাচার করলে বলার থাকতো না কিছু। . ১৬ ডিসেম্বর পাকিস্তান ঢাকার রেসকোর্স ময়দানে (বর্তমান সোহরাওয়ার্দি উদ্যানে) আত্মসমর্পন করেছিল যৌথকমান্ডের অন্যতম অধিনায়ক জেনারেল অরোরার কাছে। আত্মসমর্পণের দলিলে জগজিত সিং অরোরা স্বাক্ষর করেন মিত্রবাহিনীর পক্ষে। বাংলাদেশের পক্ষে এই অনুষ্ঠানে প্রতিনিধিত্ব করেন মুক্তিবাহিনীর উপপ্রধান গ্রুপ ক্যাপ্টেন (এয়ার ভাইস মার্শাল) একে খন্দকার। আরো উপস্থিত ছিলেন ২ নং সেক্টর (ঢাকা) কমান্ডার এ টি এম হায়দার। . আত্মসমর্পনের দলিলের নীচে স্বাক্ষরের নীচে ইংরেজিতে আরোরার পদবি ছিল- General Officer Commanding in Chief,
India
and BANGLA DESH Forces in the Eastern Theatre. এ শব্দটুকুর না বুঝার কোন কারণ নেই। এ প্রসঙ্গে জেনারেল ওসমানী বলেন, "আমি উপস্থিত থাকলেও আত্মসমর্পণ অনুষ্ঠানে আমার যাওয়ার প্রশ্নই ওঠে না। কারণ এই সশস্ত্র যুদ্ধ ভারত-বাংলাদেশের যৌথ কমান্ডের অধীনে হলেও যুদ্ধের অপারেটিং পার্টের পুরো কমান্ডে ছিলেন ভারতীয় সেনাপ্রধান লেফট্যানেন্ট জেনারেল স্যাম মানেকশ। আমি আন্তর্জাতিকভাবে স্বীকৃত কোনো নিয়মিত সেনাবাহিনীর সেনাপ্রধান নই। আত্মসমর্পণ অনুষ্ঠানে জেনারেল মানেকশকে রিপ্রেজেন্ট করেন লে.জে অরোরা। জেনারেল মানেকশ গেলে তার সঙ্গে যাওয়ার প্রশ্ন উঠতো। সার্বভৌম সমতার ভিত্তিতে আমার অবস্থান জেনারেল মানেকশর সমান। সেখানে তার অধীনস্থ আঞ্চলিক বাহিনীর প্রধান জেনারেল অরোরার সফরসঙ্গী আমি হতে পারি না। এটা দেমাগের কথা নয়। এটা প্রটোকলের ব্যাপার।