দণ্ডবিধি"(The Penal Code), ১৮৬০ গুরুত্বপূর্ণ ধারাসমূহ

"দণ্ডবিধি"(The Penal Code), ১৮৬০।
***গুরুত্বপূর্ণ ধারাসমূহ:-
*সাধারণ অভিপ্রায়:- ধারা-৩৪;
*শাস্তির প্রকারভেদ:- ধারা-৫৩;
*মৃত্যুদন্ড হ্রাসকরণ:- ধারা-৫৪;
*যাবজ্জীবন কারাদণ্ড হ্রাসকরণ:- ধারা-৫৫;
*রাষ্ট্রপতির বিশেষ অধিকার:- ধারা-৫৫ক;
*দন্ডের মেয়াদসমূহের ভগ্নাংশ:- ধারা-৫৭;
*কারাদন্ড সশ্রম বা বিনাশ্রম হইতে পারে:- ধারা-৬০;
*অর্থদন্ডের পরিমান:- ধারা-৬৩;
*অর্থদণ্ড অনাদায়ে কারাদণ্ড:- ধারা-৬৪;
*শুধুমাত্র অর্থদণ্ডে দণ্ডিত হইলে:- ধারা-৬৭;
*নির্জন কারাবাস:- ধারা-৭৩;
*নির্জন কারাবাসের সীমা:- ধারা -৭৪;
*ব্যক্তিগত প্রতিরক্ষার অধিকার:- ধারা-৯৬;
*শরীর ও সম্পত্তির প্রতিরক্ষার অধিকার:-ধারা-৯৭;
*যে সকল বিষয়ে আত্মরক্ষার অধিকার প্রয়োগ করা যায়:- ধারা-৯৮;
*আত্মরক্ষার ব্যতিক্রম:- ধারা-৯৯;
*যে সকলক্ষেত্রে দেহের প্রতিরক্ষার অধিকার প্রয়োগ করতে গিয়ে মৃত্যু পর্যন্ত ঘটানো যায়:- ধারা-১০০;
*অপরাধে সহায়তা:- ধারা-১০৭;
*দুষ্কর্মে সহায়তা:- ধারা-১০৮;
*প্ররোচনার শাস্তি:- ধারা-১০৯;
*অপরাধ্মুলক ষড়যন্ত্রের সংজ্ঞা:- ধারা-১২০-ক;
*অপরাধমূলক ষড়যন্ত্রের শাস্তি:- ধারা-১২০-খ;
*রাষ্ট্রদ্রোহিতা:- ধারা-১২৪-ক;
*বেআইনি সমাবেশ:- ধারা-১৪১;
*বেআইনি সমাবেশের শাস্তি:- ধারা-১৪৩;
*দাঙ্গা:- ধারা-১৪৬;
*দাঙ্গার শাস্তি:- ধারা-১৪৭;
*সাধারণ উদ্দেশ্য:- ধারা-১৪৯;
*মারামারি:- ধারা-১৫৯;
*মারামারির শাস্তি:- ধারা-১৬০;
* মিথ্যা সাক্ষ্যদান:- ধারা-১৯১;
*মিথ্যা সাক্ষ্য সৃষ্টি করা:- ধারা-১৯২;
*নিন্দনীয় নরহত্যা:- ধারা-২৯৯;
*খুন:- ধারা-৩০০;
*খুনের শাস্তি:- ধারা-৩০২;
* যাবজ্জীবন দণ্ডিত ব্যক্তি কতৃক খুনের শাস্তি:-
-- ধারা-৩০৩;. #Adv Ashraf Zaman.7374.fb;
*নিন্দনীয় নরহত্যার শাস্তি:- ধারা-৩০৪;
*অবহেলার কারণে মৃত্যুর শাস্তি:-ধারা-৩০৪-ক;
*বেপরোয়া যান চালানোর মাধ্যমে মৃত্যু ঘটানোর শাস্তি:- ধারা-৩০৪-খ;
*আত্মহত্যায় সহায়তার শাস্তি:- ধারা-৩০৬;
*খুনের চেষ্টার শাস্তি:- ধারা-৩০৭;
*আত্মহত্যা চেষ্টার শাস্তি:- ধারা ৩০৯;
*আঘাত:- ধারা-৩১৯;
*গুরুতর আঘাত (৮টি):-- ধারা-৩২০;
*আঘাতের শাস্তি:- ধারা-৩২৩;
*গুরুতর আঘাতের শাস্তি:- ধারা-৩২৬;
*অবৈধ বাধা:- ধারা-৩৩৯;
*অবৈধ বাধাদানের শাস্তি:- ধারা-৩৪১;
*অবৈধ আটক:- ধারা-৩৪০;
*অবৈধ আটকের শাস্তি:- ধারা-৩৪২;
*অপহরণ:- ধারা-৩৫৯;
*বাংলাদেশ থেকে অপহরণ:- ধারা-৩৬০;
*আইনানুগ অভিভাবক হইতে অপহরণ:- ধারা-৩৬১;
*আপবাহন:- ধারা-৩৬২;
*মানুষ অপহরনের শাস্তি:- ধারা-৩৬৩;
*ধর্ষণ:- ধারা-৩৭৫;
*ধর্ষণের শাস্তি:- ধারা-৩৭৬;
*চুরি:- ধারা-৩৭৮;
*চুরির শাস্তি:- ধারা-৩৭৯;
*বাসগৃহ হইতে চুরি:- ধারা-৩৮০;
*কেরানি বা চাকর কতৃক চুরি:- ধারা-৩৮১;
*বলপূর্বক গ্রহণ:- ধারা-৩৮৩;
*বলপূর্বক গ্রহণের শাস্তি:- ধারা-৩৮৪;
*দস্যুতা:- ধারা-৩৯০;
*দস্যুতার শাস্তি:- ধারা-৩৯২;
*ডাকাতি:- ধারা-৩৯১;
*ডাকাতির শাস্তি:- ধারা-৩৯৫;
*খুনসহ ডাকাতির শাস্তি:- ধারা-৩৯৬;
*অসাধুভাবে সম্পত্তি আত্মসাৎ:- ধারা-৪০৩;
*অপরাধমূলক বিশ্বাসভঙ্গ:- ধারা-৪০৫;
*অপরাধমূলক বিশ্বাসভঙ্গের শাস্তি:- ধারা-৪০৬;
*প্রতারণা:- ধারা-৪১৫;
*প্রতারণার শাস্তি:- ধারা-৪১৭;
*অনিষ্ঠ:- ধারা-৪২৫;
*অপরাধমূলক অনধিকার প্রবেশ:- ধারা-৪৪১;
*মানহানি (defamation):- ধারা-৪৯৯;
*মানহানির শাস্তি:- ধারা-৫০০

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.