ভাইবা এডভোকেটশীপ ২০১৮


ভাইবা অভিজ্ঞতা :-
তারিখ : ০৪.১১.১৮
বোর্ড: ২।
বার কাউন্সিলে ৩:৩০ এর মদ্ধে চলে আসলেও, ভাইবার জন্য মূল ফটক দিয়ে প্রবেশ করতে দেরি হয়ে যায়, প্রায় ৪:৪০ মিনিট এ প্রবেশ করি। আমার সিরিয়াল ছিলো প্রথম দিকে তাই গিয়ে দেখি আমাকে এ্যবসেন্ট দিয়ে রাখে,পরে কিছু সময় পর আমার ভাইবা নেয়।
:লেট কেনো?
:সার, নিচ থেকে আসতে ও বোর্ড খুজে পেতে লেট হয়ে গেসে।
:কোন ইউনিভারসিটি ?
: University of London.
:বার করেছেন ?
: না সার, করিনি। এনরোল্মেন্ট এক্সাম এর জন্য অপেক্ষা করছিলাম। এনরোল্মেন্ট এক্সাম শেষ করে বার করতে যাবো।
:সিনিয়র এর নাম?
: নাম বললাম।
:কোন সাইডে প্রাকটিস করে?
: সিভিল ও ক্রিমিনাল উভয় সাইডেই প্রাকটিস কিরে কিন্তু ক্রিমিনাল এ বেশি।
:পরিবারে কেও আইনজীবী আছে?
: জি সার আছে।
:কে আছে, নাম কি?
: আমার মামা, learned Advocate...............
:আপনি কোন সাইডে প্রাকটিস করতে চান?
: সিনিয়র ক্রিমিনাল এ বেশি প্রাকটিস করে তাই ক্রিমিনাল এই ধারনা বেশি।
: আচ্ছা বলেন, পুলিশ রিপোর্ট, মন দিয়ে শুনেন, পুলিশ রিপোর্ট কি?
: under S.173 of Crpc 1898 পুলিশ রিপোর্ট ২ প্রকার, ১. Charge sheet & 2. Final report.
:Very good, আপনি চলে যান।
Vaiba experience......
Name ki?
Senior er name ki?
Basa kothai?
Oparadh er songa koto dharai?
Upozila chairman k?
MP k?
Judge er definition, civil court structure, Magistrate court structure, Magistrate charge Alter korte pare kina (227 of CRPC )
Senior er name, kon sector a practice koren , r basic
R case diary dekhe na.
That’s all about my Viva.
(Onno der SR er 31,39 ask koreche , Nari o shishu nirjaton domon Ain theke Aak koreche.)
Board-5
ভাইভা অভিজ্ঞতা
১লা নভেম্বর, ২০১৮
বোর্ড  -  ০৪
বোর্ডে প্রবেশের আগে ইংলিশে উত্তর  দেয়ার জন্য মানসিক ভাবে  পুরোপুরি ভাবে প্রস্তুত ছিলাম না। কিন্তু শুরু থেকে শেষ অবধি যা জিজ্ঞেস করেছেন সবই ইংলিশে!
মোস্ট প্রভাবলী, যারা লিখিত পরিক্ষা ইংলিশ এ দিয়েছে তাদের ইংরেজিতে প্রশ্ন করেছেন।
এটাও মনে হয়েছে যে উনাদের কাছে লিখিত পরীক্ষার নম্বর রয়েছে৷
সকলের সুবিধার জন্য  বাংলায় প্রশ্ন গুলো দেয়া হলোঃ
১.তোমার নাম কি? এরফান অর ইরফান?
২. কোথা থেকে এসেছো?
৩. কোন University  থেকে পাশ করেছো?
৪.সিনিয়রের নাম কি?
৫.সিনিয়র কোথায় Practice  করেন?
৬.তোমার পরিবারে কেউ আইন পেশায় আছে?
৭.তুমি সিভিল সাইডে Practice করবা তাই না?
৮. CPC এর Order 7 rule 11 তে কি আছে?
৯.CPC এর ধারা 152 তে কি আছে? (১৫১ নয়)
..........
আসতে পারো!
(রিকশায় বসে লেখায় বানানে ভুল আছে ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন)

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.