আজকের পোস্ট দিচ্ছি আমাদের গ্রুপের সম্মানিত সদস্য সপ্না মুস্তারিন আপু এবং মুহাইমিন আহমেদ ভাই সহ আরো কিছু ভাই বোনের অনুরোধের বশবর্তি হয়ে
যে আইন টি নিয়ে আজ কে কথা বলিব সেটা হল, #The_General_Clauses_Act_1897
হ্যা এই আইনটার ও পরিচয় দিব, ২/১ টা ধারাও বলিব, কিন্তু তার আগে কিছু বারতি কথা বলে নি.… জেনারেল ক্লজেজ এক্ট, ১৮৯৭। এই আইন টা কিন্তু আসলেই খুব গুরুত্ব পূর্ন এবং কিছুটা জটিল ও বটে।
যাদের কাছে বি জে এস পরীক্ষার সিলেবাস সংগ্রহে আছে, তারা ভালো করে দেখিবেন। জেনারেল ক্লজেজ এক্ট এর কথা কিন্তু ঠিক সাংবিধানিক আইনের পরেই বলা আছে। সুতরাং বুঝে নিবেন এর বিশেষত্ব টা কোথায় আছে
*****এমন কি বাংলাদেশের সর্বোচ্চ আইন বা গনপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানেও সরাসরি এই আইনের রেফারেন্স দেয়া আছে
Proof:
সংবিধানের ১৫২ অনুচ্ছেদের ২ দফার ক উপ-দফায় বলা আছে, ‘১৮৯৭ সালের জেনারেল ক্লজেজ অ্যাক্ট সংবিধান বিষয়ে কোন অ্যাক্ট অব পার্লামেন্টের ক্ষেত্রে প্রয়োগ করা যাবে।’
আর এই অ্যাক্টে বলা আছে, ‘যে ক্ষেত্রে কোন আইনে নির্দিষ্টভাবে কোন ঘোষণা বা আদেশ জারি করার বিধান আছে অথচ নির্দিষ্টভাবে তা বাতিলের বিধান নেই। সেক্ষেত্রে এই অ্যাক্ট প্রয়োগ করে তা রদ বা বাতিল করা যাবে।’, অর্থাৎ সংবিধান সংশোধনের ক্ষেত্রেও এই আইনের গুরুত্বপূর্ন ভূমিকা আছে
এবার মেইন পড়ার কথায় আসি,
******জেনারেল ক্লজেজ এক্ট ১৮৯৭ সালের ১০ নং আইন
*****এটি কার্যকরি হয় ১১ ই মার্চ ১৮৯৭ এ।
******এতে মোট ধারা রয়েছে ৩১ টি
***** এই আইনে তফসিল এক্টি ছিল যাহা বর্তমানে রহিত
এই আইন টি গুরুত্বপূর্ন হবার আরেক্টি বিশেষ কারন হল, এই আইন অন্য সকল আইন কে ব্যাখ্যা করিতে সাহায্য করে এবং এই আইনে অনেক ধরনের জিনিসের Definition দেয়া আছে।
এমন কি কোর্টে প্রাক্টিস কালিন সময়েও সিনিয়র রা বলেন যখন আইনে সরাসরি কোন definition পাবা না তখন জেনারেল ক্লজেজ এক্ট দেখবা.
*******এই আইনে আর কিছু পড়ুন আর নাই পড়ুন কিন্তু definition গুলো অবশ্যই পড়িবেন
Some of the important defitions under the Genetal Clauses Act, 1897 which are required to be studied are listed below:
1. Act - Section 3(2)
2. Advocate - Section 3 (2a)
3. Collector - Section 3 (10)
4. Document - Section 3 (16) (it is same as defined in Evidence Act, 1872)
5. Father - Section 3(18) - it includes Adoptive father as well with normal father
6. Financial year - Section 3(19) - It starts from 1st July and Ends on 30th June
7. Good Faith - Section 3(20) - same as defined in Penal Code, 1860
8. Government - Section 3(21) - Means Government of Peoples Republic of Bangladesh
9. Immovable Property - Section 3(25) - it is also defined in Registration Act, 1908, Transfer of Property Act, 1882 and The Code of Civil Procedure, 1908
10. Local Authority - Section 2(28)
11. Magistrate - Section 3(31)
12. Master of a Ship - Section 3(32)
13. Oath - Section 3(36) - includes affirmations and declarations
14. Offence - Section 3(37) - Same as the definition given in Penal Code, 1860
15. Person - Section 3(39)
16. Section - Section 3(50) ***
17. Ship - Section 3(51)
18. Son - Section 3(53) - includes adopted son as well with normal son
19. Swear - Section 3(55)
20. Vessel - Section 3(56)
এই আইনের গুরুত্বপূর্ন ধারা গুলো হইল, ৩, ৫, ৬, ৯, ১০, ১১, ১৩, ১৪, ১৬, ২০, ২৪, ২৬, ২৮
***সংসদের কোন নির্দিষ্ট আইন বানানোর ক্ষমতা, সেই আইন কে সংশোধন (amend), সংযোজন(add) বা বাতিল (rescind) করার ক্ষমতা কেও অন্তর্ভুক্ত করে (Section 21 for details)
***Power to appoint include Power to appoint Ex-Officio (Section 15 for details):
Ex-officio means by virtue of Post বা পদাধিকারবলে। এই জিনিস টা উদাহরন না দিলে বুঝা যাবে না… বার কাউন্সিল এক্টি স্বায়ত্ব শাসিত প্রতিষ্ঠান যাহা Bangladesh Legal Practitioners and Bar Council Order, 1972 এর আওতায় গঠিত। এটি তে ১৫ জন সদস্য নিয়ে গঠন হয় যার ১৪ জন Elected এবং ১ জন Selected । সেই একজন হলেন বার কাউন্সিল এর চেয়ারম্যান। বাংলাদেশের এটর্নী জেনারেল কে পদাধিকার বলে এই পদে নিযুক্ত করা হয়
***Legal Benefit of Registered Post:
Under section 27 of General Clauses Act 1897 it is said that, if any person under any act serve any document by registered post where the proper procedure and processes is maintained, the post shall deemed to be served on due time.
এই আইনের ২৭ ধারা অধীনে আপ্নি যদি রেজিষ্ট্রি যোগে চিঠি পাঠান ধরে নেয়া হবে আপনি সঠিক সময়ে তা পাঠিয়েছেন :-)
**এই আইনে আরো ২টা গুরুত্ব পূর্ন জিনিস আছে যেগুলা নিয়ে সবার ই কম বেশি প্রশ্ন থাকে
সেই ২টা জিনিস হল,
১। রহিত (repeal)
২। বিলুপ্ত (omitted)
এই আইনে রহিত হওয়া বিধান পুনঃ প্রবর্তনের (revival) বিধান আছে কিন্তু বিলুপ্ত হওয়া বিধানের প্রত্যাবর্তনের কোন বিধান নেই. See Section 7 for details :-)
Res Judicata or Double Jeopardy:
এই আইনের ২৬ ধারায় বলা আছে , যে একই অপরাধের জন্য কোন ব্যাক্তি কে দুই বার শাস্তি প্রদান করা যাবে না। যাহা CrPC এর ৪০৩ ধারার প্রতিফলন অনেক টা। এর সাথে অতিরিক্ত হিসেবে আরো জেনে রাখি যে বাংলাদেশের মোট ৬ টি আইনে এই ধরনের বিধান আছে। এগুলো নিম্নে দেয়া হল:
1. The Constitution of the Peoples Republic of Bangladesh, 1972 - Article 35(2)
2. The Code of Criminal Procedure, 1898 - Section 403
3. The Code of Civil Procedure, 1908 - Section 11
4. The Evidence Act, 1872 - Section 40
5. The Special Powers Act, 1974 - Section 31
6. The General Clauses Act, 1897 - Section 26
এম সি কিউ !! এম সি কিউ !!! পছন্দের জিনিস …চলুন এক্টু দেখেই নি…
১। জেনারেক ক্লজেজ এক্ট এ স্থাবর (immovable) সম্পত্তি বলিতে বুঝায়
উঃ জমি হতে প্রাপ্ত কোন সুবিধা বা মাটির সাথে সং যুক্ত কোন স্থায়ী জিনিস
২। জেনারেল ক্লজেজ এক্ট এ অপরাধ বলিতে বুঝায়,
উঃ চলমান সময়ে কোন কর্ম হতে বিরত থাকা বা কর্ম করা যাহা আইনের অধীনে শাস্তি যোগ্য
৩। জেনারেল ক্লজেজ এক্ট এ ব্যাক্তি বলিতে বুঝায়,
উঃ কোম্পানি, সমিতি, সাধারন মানুষ (it means both natural person and Juridical person)
৪। রহিতকরনের ফলাফল সম্পর্কে জেনারেল ক্লজেজ এক্ট এর কত ধারা তে বলা আছে?
উঃ ৬ ধারা তে
৫। যদি কোন আইনে সুনির্দিষ্ট ভাবে বলা না থাকে আইন কার্যকরি হবার তারিখের ব্যাপারে, তবে কবে থেকে আইন টি কে কার্যকর হবে?
উঃ আইন টি যেদিন গেজেট এ প্রকাশিত হবে
৬। বাংলাদেশের সংসদীয় আইনে এবং প্রবিধান গুলোতে পুং লিংগ প্রকাশ করে এমন সমস্ত শব্দ সমূহ আর কাকে অন্তর্ভূক্ত করিবে?
উঃ স্ত্রী লোক দের অন্তর্ভূক্ত করিবে (He includes she)
৭। জেনারেল ক্লজেজ এক্ট এর ৩ ধারায় কত গুলো শব্দের ব্যাখ্যা দেয়া আছে?
উঃ ৬৪ টি
৮। জেনারেল ক্লজেজ এক্ট এর কত ধারায় রেস জুডিকাটা অথবা ডবল জিওপার্ডাই নীতির প্রতিফলন দেখা যায়?
উঃ ২৬ ধারা তে
৯। নিয়োগ দানের ক্ষমতা বরখাস্তকরনের (suspend/dismiss) ক্ষমতা কেও অন্তর্ভূক্ত করে, ইহা বলা আছে জেনারেল ক্লজেজ এক্ট এর?
উঃ ১৬ ধারা তে
১০। জেনারেল ক্লজেজ এক্ট এর পাক-প্রকাশনা সম্পর্কিত বিধান টি কত ধারা তে বলা আছে?
উঃ ২৩ ধারা তে
১১। দন্ড বিধি ব্যাতিত আর কোন আইনে জরিমানা আদায় সম্পর্কিত বিধান আছে?
উঃ জেনারেল ক্লজেজ এক্ট ১৮৯৭ এর ২৫ ধারা তে
১২। জেনারেল ক্লজেজে এক্ট এর ৯ ধারা অনুযায়ী, আইনে যেকোন সময় কাল থেকে প্রথম দিবস টি বাদ দেয়ার জন্য কোন শব্দ টি ব্যাবহ্রিত হবে?
উঃ হইতে (from)
১৩। জেনারেল ক্লজেজে এক্ট এর ৯ ধারা অনুযায়ী, আইনে যেকোন সময় কাল থেকে শেষ দিবস টি অন্তর্ভূক্ত করার জন্য কোন শব্দ টি ব্যাবহ্রিত হবে?
উঃ "পর্যন্ত" (to)
১৪। তামাদি আইনের ৪ ধারার সাথে জেনারেল ক্লজেজ এক্ট এর কোন ধারা মিল পাওয়া যায়?
উঃ ১০ ধারা
১৫। জেনারেল ক্লজেজ এক্ট এর ১১ ধারা অনুযায়ী দূরত্ব পরিমাপ কিভাবে করিতে হয়?
উঃ দূরত্ব সমভূমিতে সরল রেখায় পরিমাপ করিতে হইবে
That's great
ReplyDelete