চীনা কমিউনিস্ট পার্টির (সিপিসি) দলের বর্তমানা সেক্রেটারি জেনারেল হলেন প্রেসিডেন্ট সি চিন পিংয়।
১৯২১ সালে প্রতিষ্ঠিত সিপিসি
চীনে অর্থনৈতিক উদারীকরণের শুরু দেং শিয়াও পিংয়ের সময় শুরু হয় ১৯৭৮ সালেথেকে
প্রেসিডেন্ট সি এনেছেন বেল্ট অ্যান্ড রোড প্রকল্প
প্রেসিডেন্ট ট্রাম্প জলবায়ু
পরিবর্তনের
প্রভাব
মোকাবিলার
বৈশ্বিক
চুক্তি
প্যারিস
সনদ
থেকে
যুক্তরাষ্ট্রকে
প্রত্যাহারের
ঘোষণা
দিয়েছেন।
জ্বালানি বর্জ্য তথা শিল্পপ্রসূত ধোঁয়ার আস্তরণ, ইংরেজিতে যা Smog বলে পরিচিত। জ্বালানি
বর্জ্য
তথা
শিল্পপ্রসূত
ধোঁয়ায়
যেসব
কণাকার
পদার্থ
(particulate matter, PM2.5) থাকে, তা মানবদেহের জন্য খুবই ক্ষতিকর।
সাউথ চায়না মর্নিং পোস্ট এ বছরের ২ সেপ্টেম্বর জানিয়েছে যে পরিবেশগত মান অনুসরণ না করায় দেশটি ১৮ হাজার কোম্পানিকে শাস্তি দিয়েছে।