যারা কম টাকায় ঘুরতে পছন্দ করেন,যারা ঢাকা থেকে ১দিনের জন্য ঢাকার বাহিরে ঘুরতে যেতে চান তাদের জন্য বেস্ট নাপিত্তছরা ট্রেইল।
২৭০ টাকা লেগেছে (per person)আমাদের ৪ জন এর(খাওয়া দাওয়া বাদ এ)।[যারা Backpacking tour পছন্দ করেন তাদের জন্য এই পোস্ট বাকিরা দূরে থাকবেন]
★কিভাবে যাবেন??
-ঢাকা থেকে মেইল ট্রেন এ ফেনি,রেল Station থেকে অটো তে মহিপাল,মহিপাল থেকে চট্রগ্রাম এর অনেক বাস ছেড়ে যায় হেল্পার কে বলবেন নয়দুয়ারি মসজিদ এর সামনে নামায় দিতে,বাস থেকে নেমে গাইড নিবেন নাহ কারণ নিজেরাই যাওয়া যায়,হেটে হেটে চলে যাবেন।আসার সময় এইভাবেই আসবেন।আসার সময় লোকাল বাস এইই ঢাকা এসে পরবেন(যদি মন চায় আপনাদের),অই রুট এ লোকাল বাস গুলা বেস্ট আমার দেখা মতে।
★খরচ:
১.ঢাকা- ফেনি : ৯০ টাকা (মেইল ট্রেন)
২.ফেনি রেল station- মহিপাল: ১০ টাকা (অটো)
৩.মহিপাল- নয়দুয়ারি মসজিদ : ৩৫ টাকা (দামাদামি করা লাগবে)আমরা এশিয়া লাইন এ গিয়েছি।
আসার টাইম এ এইভাবে এসে পরবেন।
★খাওয়া দাওয়ার বেপার আপনাদের উপর কেননা সবাই সব কিছু খেতে পারে নাহ।
আর হা ১ ট্রেইল এ ৩ টা ঝরনা।সব গুলাই দেখে আসবেন।
ঝর্ণা, নাপিত্ত ছড়া
1
July 14, 2017
অল্প কথায় খুব সুন্দর ডাইরেকশন নাপিত্তাছড়া ট্রেইলের । আশা করি নিয়মিত এমন লেখা পাবো।
ReplyDelete