ইন্ডিয়া

প্রতমেই আমি এই গ্রুপের সবাইকে  ধন্যবাদ জানাব, কারন অনেকের অনুপ্ররনাই এই ট্যুর দেয়া সম্ভব হয়েছে , সাজেশন না পেলে আসলেই কঠিন হতো এই অসাধারন ভ্রমন করা ...

গাড় নীল আকাশ , বরফ ঢাকা পাহাড়, পাথরে আচড়ে পড়া বরফ গলা স্রোতস্বিনী নদী , পাইন আর দেবদাড়ু গাছে ঢাকা পাহাড় , শত শত ঝর্না , শীতল মরুভূমি, হিমালয় পর্বত, আরিজোনার মত গভীর খাত  এবং ব্যাক্টেরিয়ান উট ।
হয়তো মনে হতে পারে আমি স্বপ্নের কোন কথা বলছি , অথবা ইউরোপ অথবা আমেরিকার মধ্য দিয়ে চলা এক স্বপ্নীল ভ্রমনের কথা বলছি ।
কোনটাই না , আমি বলছি Highway of Heaven নামে পরিচিত শ্রীনগর-লাদাখ-মানালী ভ্রমনের কথা যাতে আপনি পেতে পারেন পৃথিবীর যে কোণ ভ্রমনের স্বাদ , খরচ ও হাতের নাগালের মধ্যে...
আমরা সম্প্রতি এই ভ্রমনে সম্পন্ন করে এসেছি , ২০শে জুন থেকে ১লা জুলাই এর মাঝে
ভ্রমনে যাবার আগে এই গ্রুপের অনেকের কাছে অনেক সাহায্য সহযোগিতা পেয়েছি , তাই ভ্রমনের আদ্যোপান্ত ছবি সহ আপনাদের সাথেই শেয়ার করতে চাই ।
যেহেতু এই ট্যুর অনেক লম্বা তাই লিখতে আমাদের কিছুদিন সময় লাগবে , তাই প্রথমে কিছু বিশেষ প্রশ্নের উত্তর দিয়ে শুরু করছি , পরবর্তিতে আমাদের ছবির অ্যালবামে আস্তে আস্তে লিংক দিয়ে আপলোড করব । এছাড়া এই গ্রুপের কেউ যদি সরাসরি আমার কাছি কোন জিজ্ঞাসা করতে পারেন , আমি অবশ্য হেল্প করার চেষ্টা করব

তবে শুরু করা যাক
কখন যেতে হবে ঃ
সড়ক পথে যেতে হলে এই রাস্তা কেবল মাত্র বছরের সাড়ে ৩ মাস খোলা থাকে । জুন মাসের শেষ দিক থেকে সেপ্টেম্ববর পর্্য ন্ত । তবে প্রথম এবং শেষ দিকে রাস্তার অবস্থা একটু খারাপ থাকে এবং বিভিন্ন সময় বন্ধ থাকতে পারে। সেক্ষত্রে জুলাই এবং অগাষ্ট মাস ভ্রমনের জন্য আদর্শ সময়

কিভাবে ভ্রমনের প্রস্তুতি নিবেন ঃ
স্বপ্নের এই ভ্রমন দুই দিক থেকেই যাওয়া যায় । তবে শ্রীনগর থেকে যাত্রা শুরু করে মানালী তে শেষ করলে ভাল , এতে করে শরীর হঠাৎ খারাপ হবার সম্ভবনা কম থাকে ,এবং অধিক উচ্চতাতে খাপ খাওইয়ে নেয়া সহজ হয় । কারন শ্রীনগর থেকে লাদাখ পর্যন্ত রাস্তা আস্তে আস্তে অধিক উচুতে উঠে, সেই তুলনায় মানালী থেকে যাত্রা শুরু করলে হঠাৎ করে অধিক উচ্চতায় উঠলে শরীর খারাপ হয়ে যেতে পারে । সেই ক্ষেত্রে আপনার পুরো পরিকল্পনা ভেস্তে যেতে পারে ।

আমি কি এই ভ্রমনের জন্য উপযুক্ত ঃ
খুব বয়ষ্ক অথবা শিশুরা এই ভ্রমন থেকে দূরে থাকা ভাল । অন্য সবাই এই ভ্রমন করতে পারবেন পারবেন তবে লাদাখ অঞ্চলের রাজধানী লেহ অনেক উচ্চতায় এবং হিমালয়ের পাদদেশে অবস্থানের কারনে আবহাওয়া অনেক শুষ্ক , ঠান্ডা এবং বাতাসে অক্সিজেনের মাত্রাও অনেক কম । এই কারনে অনেক পর্যটক হঠাৎ অসুস্থ হয়ে যেতে পারেন যার নাম Acute Mountain  Sickness . যারা আস্তে আস্তে ধীর স্থির ভাবে যাত্রা করবেন তাদের এই ধরনের অসুস্থতা হবার সম্ভবনা কম । সেই কারনে লেহ তে পৌছে উপযুক্ত বিশ্রাম , প্রচুর পানি এবং নিজেকে সহজে হাপিয়ে না তোলার চেষ্টা করতে হবে । তা না হলে মাথা ব্যথা , বমি আপনার ভ্রমনপরিকল্পনা ভেস্তে দিতে পারে । তাই উপযুক্ত বিশ্রাম নিয়ে এই ট্যুর সম্পন্ন করতে হবে

মেয়েদের জন্য কি এই ভ্রমন নিরাপদঃ
মেয়েদের জন্য এই ভ্রমন  নিরাপদ । তবে প্রধান সমস্যা হচ্ছে যাত্রা পথে উপযুক্ত টয়লেট না থাকার কারনে আমাদের দেশের নারীরা একটু সমস্যায় পড়তে পারেন । তাই এই জিনিসটা মাথায় রেখেই  যেতে হবে ।

আমাদের সংক্ষিপ্ত রূট প্লান  হচ্ছে - ঢাকা -দিল্লী- শ্রীনগর-গুলমার্গ- সোন্মার্গ- কারগিল- লামিয়ারু - লেহ- কিলং-মানালী -দিল্লী- ঢাকা।

বিস্তারিত বিবরন শীগ্রই আসছে ... ঃ

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.