আমরা নিজেরা নিজেদের জন্যে সবচেয়ে বেশি বাধার
সৃষ্টি করি। আমরা নিজেরাই মনে করি যে আমাকে দিয়ে
হবে না, আমি পারব না, আমার এই এডুকেশন
ব্যাকগ্রাউন্ডের কোন ভাল ফিউচার নেই ইত্যাদি। এসব
নেগেটিভ চিন্তা করে আমরা ডিপ্রেসড হয়ে পরি, এবং
যত ডিপ্রেসড হই তত নিজেকে নিয়ে সন্দেহ করতে থাকি।
এভাবে আমরা একটি সাইকেল বা চক্রের মাঝে আটকা
পরে যাই। এটা তো গেল সমস্যার কথা, এখন সমাধানের
কথা বলি। আমরা নিজেরাই যদি নিজেদেরকে ট্রাস্ট না
করি, তাহলে অন্যেরা কিভাবে আমাদেরকে ট্রাস্ট
করবে? নিজের ওপর ভরসা রাখুন, কনফিডেন্স বাড়াতে
ছোট ছোট কাজ দিয়ে হলেও শুরু করুন। আপনি পারবেন,
আপনাকে দিয়ে সম্ভব এই বিশ্বাস মনে গড়ে তুলুন এবং
চেষ্টা করে যান। মনে রাখবেন - the happiest people don't
have the best of everything, they just make the best of
everything they have.
true true true!!!
0
January 13, 2017