drop 1

প্রথম যেদিন সকালে দৌড় দিলাম তখন সকাল নয়টা বাজে প্রায়.. এম.সি কলেজের মাঠে এক প্রান্ত থেকে অপর প্রান্তে দৌড় দিয়েই শেষ। কোনরকম হাপাতে হাপাতে বাসায় ফিরলাম।

২য় দিন সকালে আমি বাসায়। নিজের বাসায়। সাধের ঘুম ভাংলো আবার ৯টায়।
দৌড়াতে যাব কিনা ভাবছি। চলে গেলাম মাঠে। গ্রামের মানুষ এমনি ভোর বেলায় উঠে। মাঠের পাশ দিয়ে মানুষ আসছে যাচ্ছে। লজ্জায়, শরমে যাব কি যাবনা ভাবতে ভাবতে সময় গেল ১৫ মিনিট।
তারপর দিলাম এক দৌড়।

৩য় দিন সকালেও আবার নিজের বাসায়। ঘুম ভাংলো ৯টার দিকে আবার। সেই মাঠে গিয়ে অনেক ভেবে চিন্তে দিলাম দৌড়।

কিন্তু ব্যার্থ হলাম ৪র্থ দিনে সকালে।  ঘুম ভাংলো সকাল ১০টায়। মনটা খুব খারাপ হয়ে গেলো।
টানা ২১দিন যে কাজ করার জন্য নিজের সাথে কমিটমেন্ট করছি, সেটা হলনা।
আজকে যখন এই লেখাটা লিখসি.. এখন রাত ২টা ১০ মিনিট।  ঘুমানোর প্রস্তুতি শেষ।
আগামীকাল সকালে আবার দৌড়াতে হবে। যেভাবেই হোক।

আগামীকাল ১০টায় ঘুম ভাংলেও দৌড়াব। দেটস মাই প্রমিস।

শুভ রাত্রি
সুমন দেব
05-01-2017

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.