Evan vai

একটা পুরনো গল্প মনে পড়ল।
একবার এক অনুষ্ঠানে একজন ব্যাক্তি উপস্থিত দর্শকদের উদ্দেশ্যে একটি কৌতুক বললেন এবং সবাই হাসতে লাগলেন। কিছুক্ষণ পর তিনি কৌতুকটি আবার বলতে শুরু করলেন এবং এবার মাত্র দু একজন হাসলেন। তারপর তিনি আবার প্রথম থেকে কৌতুকটি বলে শেষ করার পর দেখলেন কেউই আর হাসছে না !

বেশ কিছুক্ষণ চূপ থেকে তিনি বললেন, আপনারা একটা বিষয় নিয়ে কয়েকবার হাসতে পারেন না তাহলে কেন একটা অতীত মনে করে বার বার কাঁদেন ?

প্রত্যেকেরই কষ্ট আছে এবং প্রত্যেকেই তার নিজের কষ্টটাকে বড় করে দেখে। এটি একটি সহজাত প্রবৃত্তি। সিনেমায় পাশ্ববর্তী চরিত্রের মৃত্যুতে আপনার কিছু যায় না আসলেও নায়কের সামান্য কিছুতে আপনার চোখে পানি আসে।আপনি খুব সামান্য কিছু হলেও আপনার দৃষ্টি দিয়ে যে পৃথিবী আপনি দেখছেন, সেখানে আপনিই হলেন প্রধাণ চরিত্র, বাদবাকি সব পাশ্ববর্তী।

একারণেই আমরা আমাদের দুঃখ কষ্টকে অনেক বেশি  বড় করে দেখি; একশ মানুষের মৃত্যু সংবাদের চাইতে নিজের একশ ডিগ্রী জ্বর আপনাকে কাতর করে ফেলে। একা একা ভাল থাকা যায় না, ভাল থাকতে হলে প্রথমেই আপনাকে এই আত্মকেন্দ্রিতা থেকে বের হয়ে আসতে হবে।

আপনার অনেক দুঃখ কষ্ট থাকতেই পারে ; এর মানে এই না যে আপনাকে কষ্টে কষ্টে মরে যেতে হবে, এর মানে হল আপনাকে এই কষ্টটা সহ্য করতে হবে। একজন সফল এবং ব্যর্থ  মানুষের বেসিক পার্থক্যটা খুব সামান্য।একদল কষ্ট পায় আরেকদল সহ্য করে। 
আপনি যতবার অতীত নিয়ে চিন্তা করবেন ততবার আপনার স্মৃতি পুনর্গঠিত হবে। স্মৃতিকে প্রশ্রয় দিবেন না, একটা স্মৃতি প্রথমে একা আপনার দরজায় কড়া নাড়বে যেই আপনি দরজা খুলে দিবেন দেখবেন আরও অনেক স্মৃতি ভেতরে  ঢুকে পড়েছে। 

জীবনে ব্যর্থ হলে সেটার জন্য অপ্রত্যাশিত ঘটনাকে দায়ী করবেন না। সেই ঘটনায় আপনি কীরকম আচরণ করছেন সেটার দায় একমাত্র আপনার নিজের। অপ্রত্যাশিত ঘটনার উপর আপনার হাত নেই কিন্তু সেই ঘটনা আপনি কীভাবে মোকাবেলা করবেন সেটা আপনার নেতৃত্বেই হবে। চার্লস সুইনডোল বলেছিলেন জীবনে দশ ভাগ ঘটনা ঘটে আর বাকি ৯০ ভাগ  সেই ঘটনায় আমরা নিজেদের জড়িয়ে ফেলি।

আপনার ভাল না থাকার সব চাইতে বড় কারণ হল আপনি নিজেকে ভাল রাখতে জানেন না।  যা পান নি , যা হারিয়েছেন তা  আপনার কাছে বড় হয়ে ধরা দিয়েছে। আর যা পেয়েছেন স্মৃতির খামখেয়ালিতে  ভুলতে  বসেছেন। জীবনের কাছে আপনি এমন একজন অকৃতজ্ঞ মানুষ যাকে আপনি অনেক কিছু দেবার পরেও  সন্তুষ্টি করতে পারেন নি, কিন্তু যা দেন নি তা মনে করে করে সে  কপাল চাপড়াবে।

এই যে পৃথিবীতে এত মানুষ না খেয়ে আধমরা হয়ে  আছে, প্রতিবন্ধী হয়ে আছে, একটা দুর্ঘটনায় পরিবারের সব মানুষকে হারিয়ে বসেছে, শীতের খোলা আকাশের নিচে চাদরে মুখ ঢেকে কাঁদছে, নিজের বোনের ধর্ষিত হবার সংবাদ পত্রিকায় পড়ছে, ক্যান্সারে আক্রান্ত প্রিয় মুখের দিকে তাকিয়ে মৃত্যুর দিন গুনছে আপনি তাদের কেউ একজন না হয়েও যদি আপনি ভাল না থাকেন  এর মানে হল;  আপনি এমন একজন আত্মকেন্দ্রিক মানুষ যে নিজের ছোট ছোট কষ্ট সহ্য করতে পারে না। অনেক পেয়েও যেটা পান নি সেটা ভেবে ভেবে কপাল চাপড়ানো এক অকৃতজ্ঞ মানুষ আপনি।

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.