অব্যক্ত কথা গুলি

আমার মনে হয় প্রায় সময় "আমার কোন শত্রু নেই"! আমি চিন্তা করি মাঝে মাঝে.. শত্রু কে কে আছে?? পরে দেখি, কেউ নেই এমন।
হয়ত বয়সটাই এমন।

আরেকটা বিষয় হল,  আমার দুশ্চিন্তা ও কম। এইতো যেমন.. দুপুর ১২.৩০ মিনিটে আমার মিড-টার্ম পরীক্ষা। আর আমি এখনো সজাগ (রাত৪.৪৯ এখন)

হয়ত.. পরিণাম নিয়ে ভাবিনা বলে এমন!

আরেকটা জিনিস খেয়াল করে দেখলাম.. আমার চাহিদা গুলাও কেন জানি কম।

আর বাসা থেকে টাকা আনতে ভীষণ লজ্জা লাগে। আগের মত বাড়িয়ে বলতে পারিনা।

আমার এই প্রায় তিন বছরের ভার্সিটির লাইফে আমাদের ক্লাসের মেয়ের দের সাথে খুবই কম কথা বলসি! এখনো ৬-৭ জন মেয়ের সাথে কোন কথাই হয়নি!

(মনের মধ্যে একটা জিনিস তখন কাজ করে সেটা হলো.. সুশান্ত পালও মেয়ের সাথে কথা না বলেই পরে পরে সফল হয়ে ছিলো!  আমিও হব কখনো

♣♣আমি মনে রাখতে পারিনা বেশি সময়।
ভুলে যাই খুব তারাতারি।  এই যেমন..  যে খেলা সপ্তাহ খানেক আগে দেখসি... সেটার রেজাল্ট ও মনে রাখতে পারিনা

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.