আর পারছিনা

এতকাছে এলে তুমি
কথা বলতে পারছিনা..

চোখের ভাষায় কথা হচ্ছে
কাছে নিতে পারছিনা

তোমার সেই গন্ধ বুঝতে পারছি
মনভরে নিতে পারছিনা

এতকাছে এলে তুমি
বুকে আগলে রাখতে পারছিনা

ভালোবাসা অপূর্নতায় আর বেচে থাকতে পারছিনা।

31-05-2019

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.