bjs prili

আপনাদের অনেকেই কিভাবে প্রস্তুতি নিবেন,  কিভাবে পড়বেন পরামর্শ চেয়েছেন। আমি পরামর্শ দেওয়ার মত অত বড় মাপের মানুষ নই।তারপর ও আমার ক্ষুদ্র জ্ঞান   থেকে আপনাদের জন্য কিছু লিখছি। আশা করি আপনাদের কাজে আসবে।

প্রথমে প্রিলিমিনারির সাধারণ অংশ (আইন বিষয় ব্যতীত) নিয়ে কিছু কথা বলব।বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার ২০০ নম্বরের মধ্যে কোন বিষয় থেকে কয়টি এমসিকিউ আসবে তা পিএসসি সিলেবাসের মধ্যে নির্ধারণ করে দিয়েছেন। কিন্ত বিজেএসসি ১০০ নাম্বারের প্রিলিমিনারি পরীক্ষায় কোন বিষয় থেকে কয়টি এমসিকিউ আসবে তা বিজেএসসির সিলেবাসে বলা নাই। তাই প্রিলিমিনারি পরীক্ষায় ভাল করতে হলে আপনাকে সাধারণ অংশ এবং আইনের অংশে সমান তালে প্রস্তুতি নিতে হবে।

প্রথমে ১০ তম বিসিএস প্রিলিমিনারি থেকে ৩৮ তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার প্রশ্ন গুলো ভালভাবে বুঝে সমাধান করুন(চারটি অপশন সহ)।বাংলা সাহিত্যের জন্য লাল নীল দীপাবলী এবং বাংলা ব্যাকরণের জন্য নবম শ্রেণীর বাংলা ব্যাকরণ ভালভাবে পড়ুন।বাংলা ব্যাকরণ নিজে না বুঝলে আপনার আশপাশে যে ভাল বুঝে তার থেকে বুঝিয়ে নিন।বাংলা প্রশ্নের টীকাভাষ্য নামে ড.সৌমিত্র শেখরের একটা বই আছে। দেখতে পারেন।আইনের ছাত্র-ছাত্রীরা সাধারণত ইংরেজিতে ভাল হয়। তারপরও প্রচুর ইংরেজী চর্চা করতে হবে।তার জন্য বাজার থেকে MASTER বা English for Competitive Exam বা SOS English এগুলোর মধ্যে যে কোন একটি বই নিতে পারেন। তিনটি বই ই ভাল। তবে অনুরোধ থাকবে আপাতত একটি বই ভালভাবে বুঝে বুঝে পড়ুন।এখন আসা যাক সাধারণ জ্ঞান অংশে।এটার বিশাল সিলেবাস।আপনার সাধারণ জ্ঞান অংশে মৌলিক ভিত্তিটা শক্ত করার জন্য প্রথমে সংক্ষিপ্ত সাধারণ জ্ঞান নামে বাজারে যে বইটি আছে তা শেষ করুন৷নিয়মিত একটি দৈনিক পত্রিকা পড়ুন।অংকের জন্য অনুশীলনের কোনো বিকল্প নাই।প্রচুর অংক অনুশীলন করতে হবে।যারা অংকে দুর্বল তারা ষষ্ঠ শ্রেণীর বোর্ড বই দিয়ে শুরু  করুন।পর্যায়ক্রমে  সপ্তম, অষ্টম, নবম ও দশম শ্রেণীর অংক গুলো অনুশীলন করুন।তারপর বড় একটা জব সলিউশন বই থেকে বিভিন্ন পরীক্ষায় আসা অংকগুলো অনুশীলন করুন।বিজ্ঞানের জন্য ষষ্ঠ থেকে দশম শ্রেণীর বোর্ড বইগুলো আগে কয়েকবার ভাল ভাবে চোখ বুলিয়ে নিন। দাগিয়ে দাগিয়ে পড়ুন।তারপর যে কোনো প্রকাশনীর একটি প্রিলিমিনারির বিজ্ঞান বই পড়ে ফেলুন যা বিজ্ঞানের জন্য লিখিত পরীক্ষায় ও কাজে দিবে যেহেতু লিখিত পরীক্ষায় বিজ্ঞান থেকে ২ মার্কের২৫ টি ছোট প্রশ্নই আসে।

এমসিকিউ জব সলিউশন থেকে প্রতিদিন অন্তত একটি  প্রশ্ন সমাধানের চেষ্টা করুন।কোন কিছু না বুঝলে বন্ধু বা বড় ভাই, আপু যে ভাল পারে তার থেকে সাহায্য নিন।এমনকি ছোটদের থেকে শিখতে ও অসম্মানের কিছু নেই। যারা বেশি বুঝেন, পারেন,  ভাল ছাত্র-ছাত্রী এটা নিয়ে ভাব দেখানোর কিছু নেই। বিনয়ী হোন।অন্যজনকে সাহায্য করার মানসিকতা গড়ে তুলুন।

অনেকে কোচিং এর কথা জিজ্ঞেস করেছেন।আমি বিজেএস এর জন্য কোথাও কোচিং করিনি। নিজে না পড়লে  কোচিং এর শিক্ষকদের কুচি কুচি করে কেটে আপনাকে গলাধঃকরণ করালে ও কোনো লাভ হবেনা।

পড়তে গিয়ে কোথাও কোন তথ্য ভুল কিংবা অসম্পূর্ণ মনে হলে সাথে সাথে google এ সার্চ দিন।যেটি আমার সব সময়ের অভ্যাস ছিল।উত্তর পেয়ে যাবেন।স্মার্ট ফোনের সদ্বব্যবহার করুন।নিয়মিত মাসিক কারেন্ট অ্যাফেয়ার্স পড়ুন।

(আইনের বিষয়ে সম্ভব হলে অন্যদিন লিখব)

সবাই ভাল থাকুন।আমার পরামর্শে কেউ উপকৃত হলে আমার জন্য দোয়া করবেন। পড়ুন । পড়ার কোনো বিকল্প নাই।

Happy Reading.

মোঃ আবদুল হামিদ
সহকারী জজ
সুপারিশপ্রাপ্ত(১২শ বিজেএস)

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.