প্রসঙ্গ: বিজেএস এবং অংক ভীতি
অনেকেরই প্রশ্ন থাকে যে ভাই আমি তো অংক তেমন পারি না আমার কি হবে! তাদের উদ্দেশ্যে এই পোস্ট।
আমি বরাবরই অংকে দুর্বল এবং আমার স্কুল জীবনের অংক পরীক্ষার গল্পগুলো দিয়ে খুব সহজে থ্রিলার কাহিনি লিখা যাবে! যাই হোক যখন ঠিক করলাম বিজেএস পরীক্ষায় অংশগ্রহণ করব তখন থেকেই অংক কিভাবে পাস করব সেটা নিয়েই আমার টেনশন ছিল, আইন অংশ নিয়ে নয়। টুকটাক চেষ্টা করতাম স্কুল ফ্রেন্ডদের কাছে কারন তারা আমার অংকের জ্ঞান কতটুকু সে বিষয়ে অবগত ছিল। দিন যত ঘনিয়ে আসছিল পরীক্ষার, আমার অবস্থা তত খারাপের দিকে মোড় নিচ্ছিল কারন অংক কিভাবে পাস করব তাই ছিল আমার টেনশন।
যখন টের পেলাম, যে বস্তু বিগত এত গুলো বছরে মাথায় ঢুকে নাই আশু ভবিষ্যৎ এ তা ঢুকার সম্ভাবনাও নাই। তখন থেকেই বিজ্ঞান অংশ বেশি বেশি পড়তে শুরু করলাম কারন বিজ্ঞান দিয়েই আমাকে কাভার করতে হবে।
প্রিলিতে আমি একটাও অংক ট্রাই করি নাই, আর রিটেন এ আমি টেনেটুনে ৫ টা অংক করি যার মধ্যে ৩ টা হয়েছিল মানে ৫০ এ আমার প্রাপ্তি ১৫ নম্বর। বিজ্ঞান ২৫টাই কমন পরেছিল কারন আমার প্রিপারেশনই ছিল বিজ্ঞানের। এক্ষেত্রে অরাকল এর প্রিলি বিজ্ঞান গাইড, প্রফেসরস এর লিখিত বিজ্ঞান গাইড, ৯ম-১০ম শ্রেণির সাধারণ বিজ্ঞান বই ফলো করি। আর মাথায় রাখবেন নতুন করে কিছু শিখার বা জানার সময় শেষ। এখন অংক পারেন না তাই বলে সারাদিন এর পিছনে ব্যয় করা হবে সবচেয়ে বোকামি। বরং যেটা ভাল পারেন তা আরো ভাল করে জানার চেষ্টা করুন। বিচারক হবেন আইন জেনে অংক করে না! মাত্র ৩টা অংক সঠিক উত্তর করেও মেধাতালিকায় আমি ৩৮ নম্বর এ আছি! সুতরাং আর নয় অংক ভীতি বরং আইন অংশ বার বার পড়ুন যেন কিছু মিস না হয়! আর কিছু কমন অংক যেমন সরল, লাভ ক্ষতি, সুদকষা, স্রোত এবং নৌকার অংক, অনুপাত সমানুপাত একটু প্রাকটিস করে যাবেন। ক