বন্ধুরা পচাবে নাতো কে পচাবে? হ্যাঁ, বন্ধুরা সবসময়ই পচায়। আড়ালে কিংবা সবার সামনে। সবার সামনে যখন পচাবে, তখন এমনভাবে পচাবে যাতে সবাই-ই তোমাদের বন্ধুত্বের দাবিটা ধরতে পারে। ওরা পচাবেই। আবার অন্যকেউ তোমাকে আক্রমণ করলে নিজেই বুক পেতে দেবে। ওরা উদার মনে তোমার সব ভালো কাজের প্রশংসাও করে। পুরো পৃথিবী যখন তোমার বিরুদ্ধে চলে যায়, তখনও ওরা পাশে থেকে যাবে। তাই, ওরা একটু পচাবেই। এটা ওদের অধিকার।
এতে কোনোভাবেই রাগ করা যাবে না।
তবে...........
কিছু বন্ধু আছে, যারা তোমার ভালোকিছু দেখলে একটা ছোট্টো প্রশংসাবাক্যও খরচ করবে না। (ব্য্যপারটা কিছুতেই এমন নয় যে তোমার সেই 'ভালোকিছু'টা ওদের চোখ এড়িয়ে গেছে।)
কিন্তু তোমাকে একটু হেয় করা যায় কিংবা সবার চোখে পচানো যায়, এরকম কিছু দেখলেই তোমাকে পচানোর জন্যে ঝাঁপিয়ে পড়বে। (কই? এটা তো ওদের চোখ এড়ায়নি। তাহলে কি ওরা শুধু ভালোকিছু দেখার ব্যাপারেই অন্ধ? নাকি, ওরা ওদের যখন খুশি তখন অন্ধ হয়ে থাকতে পছন্দ করে?)
এরাও বন্ধু। এরা তোমার অতোটা ক্ষতি হয়তো করবে না। তবে, এরা তোমাকে ঈর্ষা করে এবং সুযোগ পেলে সম্ভবত আড়ালে তোমার নিন্দাও করে। এরা তোমার শত্রু হবে না, বন্ধুই থাকবে। তবে এরা দুইটা ভয়ংকর কাজ করে ফেলে সম্পূর্ণ অবচেতন মনে নিজেদের অজান্তে কিংবা অজ্ঞাতেই। এক। যারা এখনো তোমার শত্রু হয়ে ওঠেনি, শুধু তোমাকে মনেমনে একটু অপছন্দ করে, তাদেরকে তোমার শত্রু বানিয়ে দিতে সাহায্য করে। দুই। তোমার যে শত্রুরা শত্রুতা ভুলে তোমাকে একটু একটু বন্ধু ভাববার চেষ্টা করছে কিংবা ভাবছে, তাদেরকে আগের শত্রুভাবাপন্ন অবস্থানেই ফিরিয়ে নিয়ে যায়।
তাই, এদের থেকে সাবধান। ঈর্ষা আর ঠাট্টা এক জিনিস নয়।