(Public Interest Litigation) জনস্বার্থে মামলা পদ্ধতিটি
বাংলাদেশে প্রথম প্রয়োগ হয় ১৯৭৪ সালে বিখ্যাত
বেরুবাড়ী মামলার মাধ্যমে। যদিও জনস্বার্থে মামলার
প্রথম প্রচলন আমরা দেখি মার্কিন যুক্তরাষ্ট্রে ১৮৭৬
সালে জার্মান ইমিগ্রান্টের আইনী সাহায্য প্রদানের
মাধ্যমে। পরবর্তী সময়ে পৃথিবীর দেশে দেশে এই পদ্ধতি
বিশেষভাবে বিস্তার লাভ করেছে সমাজের দুর্বল
অংশের সাংবিধানিক অধিকার প্রতিষ্ঠা করার
প্রয়োজনে। উপমহাদেশে ভারত এবং পাকিস্তান উভয়
রাষ্ট্রেই জনস্বার্থে মামলা গণতন্ত্র এবং সাংবিধানিক
ইতিহাসে বিশেষ স্থান দখল করে আছে। তবে ভারতের
সাংবিধানিক প্রক্রিয়াতে জনস্বার্থে মামলা অনেক
বেশী গুরুত্বপূর্ণ স্থান অধিকার করে আছে।
বাংলাদেশের সাংবিধানিক ইতিহাসে ও জনস্বার্থে
মামলা বিশেষ স্থানের অধিকারী।
বাংলাদেশের সাংবিধানিক ইতিহাসে প্রথম
জনস্বার্থে মামলাটি বিশেষ গুরুত্বপূর্ণ একারণে যে, ঐ
মামলাটি দেশের সাংবিধানিক যাত্রা শুরুও অল্প দিনের
ভেতরেই দায়ের হয় এবং এর বিষয়বস্তু ছিল আর্ন্তজাতিক
চুক্তির মাধ্যমে সীমান্তের জমি গ্রহন এবং প্রদান। সদ্য
স্বাধীন দেশের নবীন সাংবিধানিক প্রক্রিয়া খুবই
সফলভাবে মামলার বিষয়টি সুরাহা করতে পেরেছিল যা
বাংলাদেশের সাংবিধানিক প্রক্রিয়ার নতুন অর্জন বলা
যেতে পারে। মামলা টি তে কাজী মোখলেছুর রহমান
দাবী করেন যে, ভারত-বাংলাদেশের মধ্যে সম্পাদিত
বেরুবাড়ী হস্তারের যে চুক্তি হয়েছে তা সংবিধান
বিরোধী। হাইকোর্ট বিভাগ মামলাটি গ্রহন না করলে ও
আপিল বিভাগ শুনানীর জন্য গ্রহন করেন এবং মামলাটি
খারিজ করার সময় মত দেন যে, বাংলাদেশের যে কোন
নাগরিকের এ ধরনের মামলা করার অধিকার আছে এবং
সংবিধান সংশোধন ছাড়া বাংলাদেশের সীমান্ত
পুননির্ধারণের অধিকার সরকারের নেই। সে মত সরকারকে
তখন সংবিধানে তৃতীয় সংশোধনী আনতে হয়েছিল
চুক্তিটি কার্যকর করতে। এই মামলার মাধ্যমে
বাংলাদেশের সাংবিধানিক প্রক্রিয়াতে সচেতন
ব্যক্তি বা গোষ্ঠির সাংবিধানিক প্রয়োজনে নিজে
ক্ষতিগ্রস্থ না হয়ে ও মামলা করার অধিকার প্রতিষ্ঠা
হয়ে যায় এবং একই সঙ্গে সংবিধান ও সাংবিধানিক
প্রক্রিয়া রক্ষার লড়াই এর আইনী সুযোগ তৈরী হয়।
বাংলাদেশের সাংবিধানিক প্রক্রিয়ার ইতিহাসে এটি
একটি বিরাট অর্জন ছিল নিঃসন্দেহে।
আইনের ছাত্র হিসেবে, সংবিধান অবশ্যই আমাদের খুব ই
গুরুত্বপূর্ণ একটি বিষয়। এবং আপনি যদি বাংলাদেশের
আইনের ছাত্র হয়ে থাকেন, তবে অবশ্যই আপনার কয়েকটি
বিশেষ মামলার রায় সম্পর্কে জ্ঞ্যান থাকা উচিত।
বাংলাদেশের উচ্চ আদালত প্রদত্ত কয়েকটি বিশেষ এবং
গুরুত্বপূর্ণ মামলার তালিকা নিম্নে দেয়া হইলঃ
১। Secretary, Ministry of Finance v Masdar Hossain (1999) 52
DLR (AD) 82
২। Anower Hossen Chowdhury Vs. Bangladesh, BLD 1989 (SPL)
৩। Dr. Mohiuddin Farooque Vs. Bangladesh, DLR 1998
৪। Bangabandhu murder case
৫। 16th Amendment Case (2016)
৬। fifth Amendment case- 2006(Special Issue) BLT (HCD) 1
৭। Kudrat Elahi Panir vs Bangladesh- (1992) 44 DLR (AD) 319 .
এছাড়াও আরও অনেক গুরুত্ব অনেক মামলা রয়েছে... যা
আছে শুধু একটু পড়াশুনা থেকেই দূরে
(Rizvi Hasan Porosh)
Judicial গুরুত্বপূর্ন কেইস গুলো BD
0
December 26, 2016