জটিলতা, আবেগ, সিদ্ধান্ত, মন:ক্ষুণ্ণ

আমাদের ব্যাচ থেকে কক্সবাজার যাবার প্ল্যান শেষ।  সবাই যাচ্ছে, টিকেট কাটা শেষ।

সব প্রস্তুতি নেয়াও শেষ প্রায়। জানুয়ারির তিন তারিখ যাবে সবাই।

সবকিছুই ঠিকটাক চলছিল,  জামেলাটা শুরু হইসে আমাকে নিয়ে।

আমি যাবনা। যাবার কোন ইচ্ছে নেই।
আমি যাবনা বলে সূর্যও যাবেনা বলে সিদ্ধান্ত নিল!
যখন পারভেজ জানতে পারলো, আমার জন্য সূর্য যেতে চাচ্ছে না, তখন পারভেজও যাবেনা।

ব্যাচের সবাই প্রায় কনফার্ম। শুধু আমি,সূর্য, পারভেজ ছাড়া।

জামান, মল্লিল, রুহুল যখন জানতে পারলো, আমরা যাচ্ছিনা!! তখন ওরা খুব ক্ষেপে গেলো,  সেন্টিমেন্টাল হয়ে বললো,  এটা আমাদের ব্যাচের সবচেয়ে বড় আর শেষ প্রোগ্রাম। তোমরা যাবেনা, যেতে চাচ্ছনা.. গ্রুপিং করছো নাকি,

এত দিনের ফ্রেন্ডশিপের এই মূল্য!!!

শেষ পর্যায়ে সূর্য, পারভেজ রাজি হল। ব্লেকের মাধ্যমে টিকেট কাটা হলো।

বাকী রইলাম আমি!! সূর্য কল দিয়ে অনেক বুঝালো, আমি জানি আমাকে ছাড়া এই টুর সূর্য চিন্তাও করতে পারেনা, শুধুমাত্র ব্যাচের সবার সাথে শেষ প্রোগ্রাম বলে বাধ্য হয়ে যাচ্ছে।

সূর্য বললো,  রাগ আর ক্ষুব নিয়ে, অনেকটা কান্না গলায়, আমি যাবকিনা???

____আমার লাশ যাবে, কিন্তু আমি যাবনা__ বলে দিসি আমি

পরে কল রেখে দিলো।
মধ্যরাতে পারভেজ কল দিলো।  অনেক বকাবকি করলো।  পারভেজ বেশী রাগলে শুধু গালাগালি করে।
আমার জন্য অবশ্য সূর্য আর পারভেজকে সবার কাছে ছোট হতে হইসে।

আজকে বিকালে জামান আমার মেসে আসলো সাইকেল নিয়ে।  সিগারেট নিয়ে এমসি কলেজের টিলায় রোদ পোহাতে লাগলাম।

প্রায় তিন ঘন্টার মত আড্ডা হল। জামান একবার বলেই দিলো ""তোর পায়ে ধরুম, তারপরেও যাইতে লাগবো তোর""

আমি জামানের চোখের দিকে তাকাতে পারিনি, 
আড়চোখে খেয়াল করে দেখসি.. জলজল করে আছে চোখগুলো...

আমার জীবনের এটাই প্রথম সিদ্ধান্ত!  যেটাতে আমি অনড় রইসি... এত এত কথা, অনুরুধের পরেও মত পালটায় নি।

এবার আসি কেন যেতে যাচ্ছিনা!!!

ট্যুর যেহেতু জানুয়ারির তিন তারিখ.. তাহলে কক্সবাজার থাকাকালীন সময়ে সেলেব্রেশনের নামে ওয়িড নেয়া হবে।  আর এটা থেকে আমি নিজেকে বিরত রাখতে পারবো নাহ।

কিন্তু আমার পরিকল্পনা তো জানুয়ারির ১ তারিখ থেকে। কেননা ১ তারিখ থেকে তো আমি সুমন আর কোন কিছু নিচ্ছিনা...

লাইফে তো অনেক কিছু উপভোগ করলাম...
এবার নাহয় বড় কিছু মিস করে ভালকিছুর শুরু হোক...

শুভ রাত্রি
সুমন দেব
02:35 am

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.