ব্যার্থতার কথা

আমার ব্যার্থতা সমূহ:

ঢাকা ইউনিভার্সিটি                 #৩বার
চট্টগ্রাম ইউনিভার্সিটি              #১বার
কুমিল্লা ইউনিভার্সিটি                #১বার
রাজশাহী ইউনিভার্সিটি             #১বার
শাহজালাল ইউনিভার্সিটি           #২বার
জাহাংগীরনগর ইউনিভার্সিটি    #২বার

বিশ্ববিদ্যালয় ভর্তি পরিক্ষা মোট ১০বার দিয়েও ব্যার্থ।

১২ সেমিস্টারে মধ্যে ৯ সেমিস্টার পার করেও কোনদিন A+ পেলাম না।
অথচ ক্লাসের মধ্যে ডাবল A+ (হাই-স্কুল&কলেজে) পাওয়া স্টুডেন্ট ছিলাম আমিই! 

# কয়দিন ক্লাস করেই গিটার শিখা বাদ দিয়ে দিলাম।

#ভর্তি পরীক্ষায় মারাত্মকভাবে ব্যার্থ হবার পর মানুষজন বলা শুরু করলো ""টাকার জোরে ভাল কলেজে পড়াশোনার সু্যোগ পাইসি। টাকার অপচয় করসি বাপের।

আপনজন বললো, কলেজ ভাল বলে A+ পাইসি।

কিন্তু এত ব্যার্থতার পরেও আমি এখনো বিশ্বাস করি, আমার সেই ক্ষমতা আছে,  বিজয়ী হবার।

কারণ,  আমার বাবার স্বপ্ন আমি পূরণ করবই।
আমার মাকে সেদিন জিজ্ঞাসা করলাম,  ""আচ্ছা মা, তোমার তো একটাই ছেলে। তুমি কি চাও বলতো? ""

মা বললো,  ""তোর বাবা এত কষ্ট করে টাকা রুজি করে তোর কাছে পাঠায়। তুই শুধু কাজে লাগ। মানুষের মত মানুষ হ""

আমার বাবার কাছ থেকে উৎসাহ পাইসি সবসময়ই।

বাবা প্রায় ৩০ বছর সাইকেল চালাইসে। রোদে বৃষ্টিতে ঝড় তোফানে সাইকেল দিয়েই সারাজীবন পার করে দিসে।

আমাকে অভাব কি জিনিস সেটা বুঝতে দেয়নি কখনো। 

কিন্তু আজ পর্যন্ত আমি কি দিসি বাবাকে??
কোন এ শীতের রাতে বাড়িতে মদ খেয়ে বমি করলাম। সারারাত বাবা ঘুমালো নাহ। প্রেসার হাই। পরদিন কেঁদে  কেঁদে আমাকে বললো ""আমি জানি তুই এমন নাহ। হয়তো বাজে কারুর সাথে চলে এমন হইছস। বাবারে আমার কষ্টের টাকা দিয়ে এমন করিস না। তুই সিলেটে কি করস আমরা কেউ জানিনা। তুই ভাল হয়ে যাহ""

আমাকে জয়ী হতেই হবে।    বাবার জন্য হলেও :)

বাবাকে ভালবাসি অনেক।

#সুমন_দেব
১৪-১২-১৬
রাত ৩টা ২৮
টিলাগড় মেস

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.