সাম্প্রদায়িকতা কি জিনিস সেটা বুঝতে হলে মুসলিম হুজুর-মোল্লা দের চিনতে হবে।
তারা প্রকাশ্যে ওয়াজ-মাহফিলে হিন্দুদের নিয়ে বাজে কথা বলতে পারে, হিন্দুদের ধর্ম নিয়ে বাজে কথা বলতে পারে।
এসব করার পেছনে কারনও আছে বেশ জোরালো: এই দেশ এখন সাংবিধানিক ভাবে মুসলিম রাষ্ট্র।
এই দেশে মুসলিম ৯০% এর উপরে।
এ দেশে হিন্দুদের মন্দির বা বাড়িঘর ভাংগার কোন বিচার আজ পর্যন্ত হয়নি।
স্বাভাবিক ভাবেই এই দেশের বেশিরভাগ মুসলিম রা চায়না, হিন্দু থাকুক এদেশে।
প্রচন্ড ভারতবিদ্যেশী হবার ফলে তারা(মুসলিমরা) চায় এদেশের সব হিন্দু যেন ভারতে চলে যায়।
হিন্দুদের উপর নির্যাতন যেন ধর্ম পালনের একটি বিশেষ উপায়।
আজকে ২০১৬ সালের শেষ দিকে আমরা যখন দেখতে পাই, ফেইসবুকে ছড়ানো ছবিকে কেন্দ্র করে কয়েক জেলার ৮-১০টা উপজেলার হিন্দুদের আক্রমণ করা হলো , এবং মাধবপুরের মত জায়গায় যেখানে হিন্দুদের আধিপত্য সবদিক থেকেই.. সেখান কার মন্দিরও নিস্তার পায়নি... তাহলে তো আর কিছুই বলার নেই।
আমাদের গ্রামের মানুষ সেদিন নির্ঘুম রাত কাটালো। বাড়ির পুরুষ রা পাহারা দিল। আর সব মহিলারা এক ঘরে থাকল।
যাদের ভাল ঘর নেই, তারা বাড়ি ছেড়ে আখের খেতে লুকিয়ে রইলো।
তখন মনে হচ্ছিলো.. দেশে যুদ্ধ শুরু হল নাকি
আজকে যদি এই অবস্তা হয় তবে, পাচ বছর পরে.. ঘরে গিয়ে গিয়ে ধর্ষণ হবে, খুন হবে।
হাজার হাজার মানুষ যখন আক্রমণ করে.. তখন নিরীহ কয়েক বাড়ির মানুষের জীবন বাচানো ছাড়া আর কিবা করার থাকে।
এটাকে বাচা বলে নাকি কি বলে!